অবসর নেওয়া নবিকেই ম্যাচ সেরার পুরস্কার উত্সর্গ করলেন রশিদ খান

Sep 10, 2019, 12:19 PM IST
1/5

1

সোমবার চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে টেস্ট জিতে নেয় আফগানিস্তান। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে জয় পেলেন রশিদ খান।

2/5

2

২০ বছর ৩৫০ দিন বয়সে অধিনায়ক হিসেবে অভিষেক হয় রশিদ খানের। কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে নজির গড়়েন আফগান স্পিনার।কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের নজিরও গড়লেন তিনি। 

3/5

3

হাফ-সেঞ্চুরির পাশাপাশি গোটা ম্যাচে ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

4/5

4

ম্যাচের সেরা হওয়ার পুরস্কার মহম্মদ নবিকে উত্সর্গ করেন রশিদ খান।

5/5

5

বাংলাদেশের বিরুদ্ধে জেতার পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আফগান স্পিনার মহম্মদ নবি। তবে টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।