নিজস্ব প্রতিবেদন : আই লিগের ডার্বিতে হার। পরের ম্যাচে অবনমনের আওতায় থাকা গোকুলামের সঙ্গে ২-২ গোলে ড্র। ক্রমশ তলানিতে ঠেকেছে মোহনবাগানের পারফরম্যান্স। কোচ খালিদ জামিলের কাছে চিন্তার বড় কারণ সুপার কাপে খেলা নিয়ে। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে সবুজ-মেরুন। মোহনবাগানের এই অবস্থাতে সমর্থকদের হতাশা দেখা দিয়েছে হাইতিয়ান সনি নর্দিকে নিয়ে। আই লিগের প্রথম বড় ম্যাচে চোটের জন্য খেলতে পারেনি মোহনবাগান। হারতে হয়েছিল সবুজ-মেরুনকে। চোট সারিয়ে ফিরতি ডার্বিতে মাঠে নেমেছিলেন সোনি। সোনি খেললে ডার্বিতে নাকি মোহনবাগান হারে না, এবার সেই মিথকেও ভেঙে দিয়েছে আলেসান্দ্রোর লাল-হলুদ ব্রিগেড। বড় ম্যাচে কার্যত দর্শকের ভূমিকায় থাকা সোনিকে নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল সাইটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সোনিও ডার্বিতে হারের দায় মাথা পেতে নেন। কিন্তু গোকুলামের সঙ্গে ড্রটা মেনে নিতে পারেননি অনেক সমর্থকই। এদিকে গোকুলামের বিরুদ্ধে ড্র করার কিছুক্ষণের মধ্যেই সোনির স্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। যা নিতে রীতিমতো ঝড় উঠে যায় সোশ্যাল সাইটে। সোনির স্ত্রী কিম্বারলি লেখেন, "সিরিয়াসলি , একজন ফুটলারই খেলছে ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড এবং গোল কিপার, ফুটবল যদি এমনটাই হতো তাহলে মেসি তো আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে দিতে পারত।" এখানে সনির স্ত্রী অবশ্য সোনির নাম করে কিছু বলেননি। তবে ইঙ্গিতে তিনি অনেক কথাই বলে দিয়েছেন। দলের খারাপ সময়েও স্বামীর পাশেই দাঁড়িয়েছেন স্ত্রী। আসলে সব সমালোচনার জবাব এই ফেসবুক পোস্টেই দিতে চেয়েছেন সোনির স্ত্রী। পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন কিম্বারলি।


আরও পড়ুন - ইতালিয়ান কাপ থেকে ছিটকে গেল রোনাল্ডোর জুভেন্তাস