ওয়েব ডেস্ক : নবম আইপিএলের প্রথম ম্যাচে হেরেছে দু দলই। দিল্লি ডেয়ার ডেভিলস হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। আর কিংস ইলেভেন পাঞ্জাব হেরেছিল গুজরাট লায়ন্সের কাছে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। দেখা যাক দুই তথাকথিত হেরো দলের মধ্যে আজয় পায় কারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাতত টস হয়ে গিয়েছে। টস জিতেছে দিল্লি। প্রথমে ব্যাট করবে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচ দেখতে বসার আগে দেখে নিন দুই দলের প্রতম একাদশ।


দিল্লি ডেয়ার ডেভিলস দল - শ্রেয়শ আইয়ার, কুইন্টন ডিকক, করুন নায়ার, ডুমিনি, সঞ্জু স্যামসন, পবন নেগি, ব্রেথওয়েট, জে যাদব, মরিস, জাহির খান, অমিত মিশ্র।


কিংস ইলেভেন পাঞ্জাব দল - মুরলী বিজয়, মনন ভোহরা, ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল, মিচেল জনসন, সন্দীপ শর্মা, পি সালু এবং মোহিত শর্মা