জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে কারোর পৌষমাস তো কারোর সর্বণাশ! গত সোম সন্ধ্য়ায় অবশেষে নেমে আসে চরম স্বস্তির বারিধার। গরম তেলের কড়াইতে ফুটন্ত কলকাতা-সহ রাজ্য়বাসী চরম তৃপ্ত হন। প্রবল দাবদাহের হাত থেকে সাময়িক রেহাই পান তাঁরা। তবে চরম দুর্যোগে রীতিমতো বিপাকে পড়ে যায় কেকেআর (KKR)। গত রবিবার লখনউয়ের ঘরের মাঠে ঢুকে, দাদাগিরি করে জিতেছিলেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। কেএল রাহুলদের (KL Rahul) ৯৮ রানে দুরমুশ করেই প্লে-অফের রাস্তা ধরে নেন গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। সুনীল নারিদের (Sunil Narine) ফিরে আসার কথা ছিল গতকালই। কিন্তু বাধ সাধে প্রতিকূল পরিস্থিতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নারিন...নারিন...নারিন... এবার এই নামেই বারবার ঝড়! লখনউয়ে দাদাগিরি কলকাতার



কেকেআর মিডিয়া ম্য়ানেজার হিমানিশ ভট্টাচার্য, সাংবাদিকদের জন্য় তৈরি করা কেকেআরের হোয়াটসঅ্য়াপ গ্রুপে  প্রতিনিয়ত নারিনদের আপডেট দিয়ে গিয়েছেন। সেখানে তিনি গতকাল দুপর ১টা ১৫তে সময়ে লিখেছিলেন যে, লখনউ থেকে গুয়াহাটি হয়ে কলকাতাগামী বিমান শহরের মাটি স্পর্শ করবে রাত ১১টায়! এর রাত তিনটে নাগাদ তিনি লেখেন, একাধিক প্রচেষ্টার পরেও খারাপ আবহওয়ার জন্য় বিমান অবতরণ করতে পারেনি। ফলে মাঝ-আকাশেই বিমান ঘুরে চলে যায় বারণসীতে। এরপর নাইটরা রাতটা কাটান বারণনসীর হোটেল তাজ গ্য়ানজেসে। বারাণসীকে বলা হয় শিবের আপন শহর। ফলে সেই নাইটদের ঠাঁই নিতে হল বাবার চরণেই।


এদিন দুপুরে হিমানিশ আপডেট দেন যে, সকাল ১১টা ৩০ মিনিটে কেকেআর হোটেল ছেড়েছে। দুপুর সোয়া একটায় কলকাতার উদ্দেশে রওনা দেন। তিনি জানিয়েছেন যে পৌনে তিনটের মধ্য়েই কেকেআর অবশেষে শহরে ফিরে আসবে। দেখতে গেলে লখনউ থেকে চার্টাড বিমান চেপে কেকেআরের কলকাতা আসতে সময় লাগত দেড় ঘণ্টা। সেখানে কেকেআর প্রায় গোটা ভারত ঘুরে ফেলল।


১১ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে কেকেআর চলে গেল লিগ টেবলের মগডালে। তারা পিছনে ফেলে দিল রাজস্থান রয়্য়ালসকে। কেকেআর প্লেঅফে চলেই গিয়েছে, তা বলার সময় আসেনি এখনও, তবে প্রায় চলে গিয়েছে বলা যেতেই পারে। কেকেআর আগামী শনিবার খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্য়াচে শ্রেয়সরা হার্দিকদের হারালেই বুক ফুলিয়ে চলে যাবে প্লেঅফে।


আরও পড়ুন: Preity Zinta: মালকিনের খিদে মেটায়নি মহাতারকা, 'বড়'র স্বাদে বঞ্চিত প্রীতি এখনও অতৃপ্ত!


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)