KKR: নারিন...নারিন...নারিন... এবার এই নামেই বারবার ঝড়! লখনউয়ে দাদাগিরি কলকাতার
KKR Beats LSG By 98 Runs LSG vs KKR IPL 2024: নারিনের ব্যাটে ভর করে দুরন্ত জয় ছিনিয়ে আনল কেকেআর
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সুনীল নারিন (Sunil Narine) মনে মনে ঠিকই করে নিয়েছেন যে, এবার একাই কাঁধে করে কেকেআরকে (KKR) প্লেঅফে তুলবেন। দলের বাকিরা কে কী করছেন সে দিকে তিনি একবারও তাকাবেনও না! ৩৫ বছরের বোলিং অলরাউন্ডার যে ব্য়াটিংটা চলতি আইপিএলে (IPL 2024) করছেন, তা কুড়ি-পঁচিশ বছরের ব্য়াটারদেরও ভাবাবে বারবার। চলতি লিগে বারবার নারিনের নামেই উঠছে ঝড়। এই চেনা প্রলয় ফিরল রবিবাসরীয় সন্ধ্য়ায়। সাক্ষী থাকল লখনউয়ের একানা ক্রিকেটে স্টেডিয়ামে। নারিনের ব্য়াট ভর করেই লখনউয়ে গিয়ে দাদাগিরি করল কলকাতা (LSG vs KKR, IPL 2024)। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) টিম উড়িয়ে দিল কেএল রাহুলের এলএসজিকে।
আরও পড়ুন: PBKS vs CSK | IPL 2024: চেন্নাই জানে জাদেজার মানে, ১৬৭ রানই হয়ে গেল প্রীতিদের পাহাড়!
এদিন টস হেরে প্রথমে ব্য়াট করে কেকেআর তুলেছিল ৬ উইকেটে ২৩৫। এই রানের মধ্য়ে ওপেনার নারিনের অবদান ৩৯ বলে ৮১ রান। এক ঘণ্টা ক্রিজে থেকে লখনউয়ের বোলারদের আত্নবিশ্বাস মাটিতে মিশিয়ে হাঁকালেন ৬টি চার ও ৭টি ছয়। ২০৭.৬৯-এর স্ট্রাইক রেটে ব্য়াট করলেন বহুদিন আগে দেশের জার্সি তুলে রাখা ক্য়ারিবিয়ান স্টার। নারিনের ওপেনিং পার্টনার ফিল সল্ট এদিন ১৪ বলে ৩২ রান করেই ফিরে গিয়েছিলেন। যদিও পাঁচ ওভারের মধ্য়ে নারিনকে সঙ্গে নিয়ে তিনি স্কোরবোর্ডে ৬১ রান তুলে দিয়ে গিয়েছিলেন। ব্য়াট হাতে অবদান রাখলেন তিনে নামা অঙ্গকৃষ রঘুবংশী। করলেন ২৬ বলে ৩২। মিডল অর্ডারে আন্দ্র রাসেল ও রিঙ্কু সিং কিন্তু ২০ রানের মধ্য়েই ফিরে যান ডাগআউটে। ছয়ে নেমে শ্রেয়স আইয়ার করেন ১৫ বলে করেন ২৩। তবে আলাদা করে বিধ্বংসী ক্য়ামিয়ো ইনিংস খেলে নজর কেড়ে নেনে আটে নামা রমণদীপ সিং। ৪০০-র উপর স্ট্রাইক রেটে ব্য়াট করে তিনি ছয় বলে ঝোড়ো ২৫ রানের ইনিংস খেলেন। লখনউয়ের হয়ে সর্বাধিক উইকেট নেন আফগান পেসার নবীন-উল-হক। তিনি পেয়েছেন তিন উইকেট।
এই বিরাট রান তাড়া করতে নেমে রাহুলদের রক্তচাপ রীতিমতো বেড়ে গিয়েছিল। সেটা তাঁদের ব্য়াটিং দেখেই বোঝা গিয়েছিল। অধিনায়ক রাহুল (২১ বলে ২৫) ও তিনে নামা মার্কাস স্টোইনিস (২১ বলে ৩৬) খানিক জ্বলে উঠেছিলেন। তবে ওইটুকুই। দলের বাকি ব্য়াটাররা সবাই 'আয়ারাম গয়ারাম'! দলের ছয় ব্য়াটার দুই ডিজিটের রানের দেখা পাননি। রাহুল-স্টোইনিস ছাড়া আর তিনজন পেরেছিলেন ডাবল ডিজিট স্পর্শ করতে। তবে সকলেই ২০ রানের মধ্য়েই ফিরে গিয়েছিলেন। কেকেআরের হয়ে বল হাতে কামাল করলেন পেসার হর্ষিত রানা ও স্পিনার বরুণ চক্রবর্তী। তিন উইকেট করে তুলে লখনউয়ের শিরদাঁড়াই ভেঙে দেন। দুই উইকেট পান ব্য়াটিংয়ে ফ্লপ রাসেল। একটি করে উইকেট নারিন ও মিচেল স্টার্কের। নারিনের কথা যত বলা হবে ততই কম। দেখতে দেখতে তিনি ১১ ম্য়াচে ৪৬১ রান করে ফেললেন। আইপিএল ইতিহাসের চতুর্থ ব্য়াটার হিসেবে এক মরসুমে ৪৫০ রান করার পাশাপাশি পেয়েছেন ১০ উইকেট। ১১ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে কেকেআর চলে গেল লিগ টেবলের মগডালে। তারা পিছনে ফেলে দিল রাজস্থান রয়্য়ালসকে। কেকেআর প্লেঅফে চলেই গিয়েছে, তা বলার সময় আসেনি এখনও, তবে প্রায় চলে গিয়েছে বলা যেতেই পারে।
আরও পড়ুন: WATCH | Bajrang Punia: আচমকাই নির্বাসিত বজরং! এবার অনিশ্চিত অলিম্পিক্স, কী সাফাই কুস্তিগিরের?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)