নিজস্ব প্রতিবেদন: বুধসন্ধ্যায় দুবাইয়ে আইপিএলে হাড্ডাহাড্ডি লড়াই। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পর পর দুটো ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রাজস্থান। অন্যদিকে মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ছন্দে ফিরেছে কেকেআর। নাইটরা যেমন জয়ের ছন্দ ধরে রাখতে চাইবে তেমনই রাজস্থানের লক্ষ্য জয়ের হ্যাটট্রিকের দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কেকেআর রাজস্থান লড়াই মানেই মরগ্যান বনাম আর্চার, স্মিথ বনাম কামিন্স। আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথরা। আগের ম্যাচেই আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়েছে রাজস্থান। রাহুল তেওয়াটিয়া এমনকী জোফ্রা আর্চার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত। আগের ম্যাচে রান না পেলেও জোস বাটলার নাইটদের বিরুদ্ধে ফর্মে ফিরতে চাইবেন।



অন্যদিকে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের প্যাট কামিন্স ফর্মে ফিরেছেন। ফর্মে ফিরেছেন ওপেনার শুভমান গিলও। এদিকে নাইটদের হয়ে এখনও আইপিএলে জ্বলে উঠতে পারেননি সুনীল নারিন কিংবা আন্দ্রে রাসেল। বুধবার রাজস্থানের বিরুদ্ধে বড় পরীক্ষা নারিন-রাসেলদের সামনে।


 


আরও পড়ুন - IPL 2020: স্বস্তি চেন্নাই শিবিরে, চোট সারিয়ে ফিট রায়াডু, ব্র্যাভো