নিজস্ব প্রতিবেদন : সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে এক নজির গড়লেন ভারতের কে এল রাহুল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে 'হিট উইকেট' আউট হলেন রাহুল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- লঙ্কা বধ করে নিদহাস ট্রফির ফাইনালের পথে টিম ইন্ডিয়া


ঋষভ পন্থের পরিবর্তে সোমবার প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন রাহুল। ভারতীয় ইনিংসের ১০ ওভার চলছে। শ্রীলঙ্কার জীবন মেন্ডিসের বল ক্রিজের বেশি ভিতরে ঢুকে খেলতে গিয়ে পিছনের পায়ে উইকেট ভেঙে যায়। সঙ্গে সঙ্গে রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন রাহুল। প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে 'হিট উইকেট' আউট হলেন তিনি। ১৭ বলে ১৮ রান করে আউট হন তিনি।



টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অবশ্য রাহুল দশম ব্যক্তি হিসেবে 'হিট উইকেট' আউট হলেন। রাহুলের আগে এইভাবে টি টোয়েন্টিতে আউট হয়েছেন এবি ডিভিলিয়ার্স, দীনেশ চাঁদিমাল,মিসবা-উল-হকের মত ক্রিকেটাররা। টি টোয়েন্টিতে প্রথম 'হিট উইকেট' আউট হয়েছিলেন জিম্বাবোয়ের ডেভিড ওবুয়া।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়