জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  এক-দুই নয়, পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় শুধুই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! ২২ নভেম্বর থেকে শুরু মহাযুদ্ধ। আপাতত সেদিকেই সকলের চোখ। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের ভরাডুবি দেখার পরেই অনেকে বলতে শুরু করে দিয়েছেন যে, ভারত গো হারা হারবে ডনের দেশে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'এটা কোনও ক্রিকেট! ভারতের ব্যাটিং কোচ কে?' গৌতমদর্শনকে চরম কটাক্ষ মহারথীর...


মহারণে নামার আগে গা ঘামাচ্ছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে  ইন্ডিয়া এ ও অস্ট্রেলিয়া এ চারদিনের বেসরকারি টেস্ট খেলছে। প্রথম টেস্ট অস্ট্রেলিয়া ৭ উইকেটে জিতেছিল। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় বেসরকারি টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির আগে কেএল রাহুল ও ধ্রুব জুরেলকে ম্য়াচ প্র্যাকটিস দেওয়ার জন্য, জাতীয় দলের নির্বাচকরা তাঁদের জুড়ে দিয়েছেন ইন্ডিয়া এ ও অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে। তবে রাহুল পরপর দুই ইনিংসে যেভাবে আউট হলেন, তা দেখে গৌতম গম্ভীরের রক্তচাপ যে অনকেটাই বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না! 



রাহুল প্রথম ইনিংসে ৪ বলে ৪ রান করে ক্য়াচ আউট হয়ে গিয়েছেন গতকাল। এদিন আউট হলেন ১০ রান করে। শুক্রবার অর্থাত্‍ আজ ভারতের ইনিংসের ১৮ নম্বর ওভারে রাহুল যেভাবে আউট হলেন, তা দেখে কেউ বলবেন না, এই ব্য়ক্তি ৫৩ টেস্ট খেলে ফেলেছেন ইতিমধ্য়ে! কোরে রোচ্চিকিয়োলির অত্য়ন্ত সাদামাটা এক ডেলিভারিতেই রাহুলের মাথা ঘুরে গেল! তাঁর বিন্দুমাত্র আন্দাজই ছিল না যে, মেলবোর্নের পিচে বল কতটা ঘুরতে পারে! অথচ তাঁর ৪৩ বল খেলা হয়ে গিয়েছিল। রাহুলের মাথায় যে ঠিক কী চলছিল, তা রাহুলই একমাত্র বলতে পারবেন! পা ফাঁক করে বল ছাড়ার জন্য ব্যাট তুলে আচমকাই দাঁড়িয়ে পড়েছিলেন! অফ স্টাম্পের বাইরে সামান্য় টার্ন নেওয়া বল ঢুকে অফস্টাম্পের বেল নিয়ে বেরিয়ে যায়! রাহুল মাথা নীচু করেই বেরিয়ে গেলেন! এরপর নেটপাড়ায় ফের একবার চূড়ান্ত ট্রোলড হলেন রাহুল!


প্রথম ইনিংসে ভারত ১৬১ রানে গুটিয়ে গিয়েছিল। দলের ভরাডুবিতেও জুরেল মান রেখেছেন। তরুণ উইকেটকিপার-ব্যাটার ছয়ে নেমে ঝকঝকে ৮০ রানের ইনিংস খেলেছেন। যেখানে দলের বাকি ব্য়াটাররা দাঁড়াতেই পারলেন না, সেখানে জুরেল ১৮৬ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছয় মেরেছেন। অজিরা প্রথম ইনিংসে ২২৩ রান করেছে। ভারত দ্বিতীয় ইনিংসে ৭৩ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ফেলেছে! ভারত ১১ রানের লিড নিয়েছে। জুরেল (১৯) ও নীতীশ কুমার রেড্ডি (৯) ক্রিজে আছেন দিনের শেষে!


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)