Gautam Gambhir And His Support Staff Gets Sharp Criticism: গৌতম গম্ভীরের ক্রিকেট দর্শন নিয়ে প্রশ্ন উঠছে! এবার আটারারি ওপার থেকে ধেয়ে এল চরম সমালোচনা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের কাছে ভারতের চরম বিপর্যয়ের পরে, অধিনায়ক রোহিত শর্মাকে যেমন আসামীর কাঠগড়ায় তোলা হচ্ছে, ঠিক তেমনই পোস্টমর্টেম হচ্ছে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir) ! কারণ হারের দায়ভার কোচের উপরও ভীষণ ভাবেই বর্তায়। আর এই অবস্থায় পাকিস্তানের প্রাক্তন তারকা বসিত আলি (Basit Ali) সরাসরি প্রশ্ন তুললেন গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফদের নিয়ে।
আরও পড়ুন: 'ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ', অস্ট্রেলিয়ায় নতুন অধিনায়ক! রোহিতের বদলে কে?
বসিত তাঁর ইউটিউব চ্য়ানেলে ভিডিয়ো করে বলেন, 'আচ্ছা ভারতের ব্যাটিং কোচ কে? যে এটা বলতে পারছে না যে, টেস্ট ক্রিকেট সেশন ধরে ধরে হয়। প্রতি ওভারে ১০-১২ রান করো! এটা কোনও ক্রিকেট হল! কেউ যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলদের বলার নেই যে, যখন তোমরা ৩০-৩৫ রান করে ফেলবে, তখন ভুলভাল শট মেরে আউট হবে না। পুরো সেশন খেলার চেষ্টা করো। কারণ এরকম ট্র্য়াকে একমাত্র সেট ব্যাটারই সফল হতে পারে। একটা সময়ে সেই তোমার ব্র্যাডম্যান! কিন্তু আমার মনে হচ্ছে, যে তারা অপেক্ষা করছে। তারা জানে যে, এবার বিরাট কোহলি, ঋষভ পন্থ ও কেএল রাহুল ও সরফরাজ খানরা রয়েছে।' ভারতের হেড কোচ গম্ভীর, সহকারি কোচ অভিষেক নায়ার ও রায়ান ডেন ডসখাতে, বোলিং কোচ মর্নি মর্কেল, ফিল্ডিং কোচ টি দিলীপ। তবে রোহিতদের ব্যাটিং কোচ কে, সেই বিষয়ে কোনও স্বচ্ছতা নেই যদিও। রাহুল দ্রাবিড়ের জমানায় ভারতের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর।
জানা যাচ্ছে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিই হতে চলেছে দেশের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনারের কাছে অগ্নিপরীক্ষা। অকৃতকার্য হলেই গম্ভীরকে আর রেয়াত করা হবে না। রোহিতদের মাথায় বসানো হবে তখন অন্য় একজনকে! এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। জাতীয় দলের কোচ হিসেবে এখনও পর্যন্ত গম্ভীরের রেকর্ড খুবই খারাপ! পরপর লজ্জায় নাম জুড়ছে ভারতের। শ্রীলঙ্কায় গিয়ে ওডিআই সিরিজ হেরে এসেছেন রোহিতরা। তারপর আবার কিউয়িদের বিরুদ্ধে ঐতিহাসিক হার!
রোহিত শর্মা জাতীয় দলের টি-২০ অধিনায়কত্ব ছাড়ার পর, সূর্যকুমার যাদবকে সেই দায়িত্ব দেওয়া হয়। যদিও অধিনায়ক হওয়ার দৌড়ে অনেক এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। জানা যাচ্ছে এখানেও কলকাঠি নেড়েছেন জিজি-ই! এখানেই শেষ নয়, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে নীতীশ রেড্ডি ও হর্ষিত রানাকেও ঢুকিয়েছেন গম্ভীরই! এই দুই ক্রিকেটারের দলে নাম দেখে অনেকেই চমকেছেন!
আরও পড়ুন: ১৬১ রানে খেল খতম! অস্ট্রেলিয়ায় থরহরিকম্প ভারতের... রাহুল শুনলেন, 'ব্র্যাডম্যান নও'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.