নিজস্ব প্রতিনিধি: অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পর এখন ফিট ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)। উইকেটকিপার-ব্যাটসম্যান এবার চেন্নাই থেকে 'পার্টনার ইন ক্রাইম' ময়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) নিয়ে ইংল্যান্ড উড়ে যাবেন চার্টার্ড বিমানে। এমনটাই রিপোর্ট। পঞ্জাব কিংস (PBKS) অধিনায়ক রাহুল স্থগিত হয়ে যাওয়া আইপিএলে (IPL 2021) ছিলেন দুরন্ত ফর্মে। ৭ ম্যাচে ৩৩১ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। অন্যদিকে তাঁর ওপেনিং পার্টনার ময়াঙ্কের ব্যাট থেকেও এসেছে ২৬০ রান। তিনিও ছিলেন দারুণ ফর্মে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভাইরাল ভিডিয়ো: শাড়ি পরেই টেন-পিন বোলিংয়ে দশে-দশ! ঠাকুমাকে দেখে অবাক নেটিজেনরা


তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে আইপিএল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন রাহুল। অ্যাপেন্ডিসাইটিসের জন্য রাহুল অস্ত্রোপচার করাতে বাধ্য হন। গত সপ্তাহে রাহুলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়ে দেন যে, তিনি সেরে উঠছেন। গত ৭ মে ইংল্যান্ড সফরের জন্য দল বেছে নেয়ে বিসিসিআই। আগামী ১৮-২২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final) খেলবে। এরপর কোহলি অ্যান্ড কোং জো রুটের (Joe Root) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দলে রাহুল ও ঋদ্ধিমান সাহার নাম ছিল ঠিকই। তবে এর সঙ্গে বিসিসিআই লিখে দিয়েছিল এই দুই ক্রিকেটারের ফিটনেসের ওপর বিদেশের উড়ান ধরা নির্ভর করছে। ঋদ্ধি করোনাক্রান্ত হয়েছিলেন দল ঘোষণার সময়। তবে এখন তিনি করোনাকে হারিয়ে বাড়ি ফিরে এসেছেন। তিনিও যাবেন কোহলিদের সঙ্গে।