KL Rahul, Pullela Gopichand : কেএল রাহুল দিলেন `পেপটক`, কোচদের ক্লাস নেবেন ব্যাডমিন্টনের কিংবদন্তি গোপীচাঁদ
ভারতীয় ক্রিকেটের `ফ্যাব ফাইভ`-এর মধ্যে অন্যতম সেরা তিনজন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার সঙ্গে ভিভিএস লক্ষ্মণের এনসিএ-এর সঠিক সেতু গড়ে তোলাই বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্য। সেটাই নিঃশব্দে করে যাচ্ছেন তিনি।
সব্যসাচী বাগচী
ভারতের ঘরোয়া ক্রিকেটে যুক্ত থাকা কোচদের আরও আধুনিক মনস্ক করতে হবে। সেটা বুঝতে পেরেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিসিসিআই (BCCI)। আর তাই এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) একঝাঁক কোচদের 'পেপটক' দিতে আসবেন পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand)। বুধবার ইতিমধ্যেই এনসিএ-তে থাকা কোচদের সঙ্গে কথা বলেছেন কেএল রাহুল (KL Rahul)। এই সেমিনারের পুরটাই অবশ্য সংস্থার ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) মস্তিষ্কপ্রসূত।
কোচদের উৎকর্ষ বাড়ানোর এই সেমিনারে বুধবার উপস্থিত থাকবেন টিম ইন্ডিয়ার (Team India) অন্যতম ব্যাটার কেএল রাহুল (KL Rahul)। কলকাতা নাইট রাইডার্সের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) ভেঙ্কি মাইসোর (Venky Mysore) ও বোর্ডের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক। আগামি ২৪ জুলাই এনসিএ-আয়োজিত হবে বিশেষ সেমিনার। সেখানে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক কোচের সামনে বক্তব্য পেশ করবেন গোপীচাঁদ, ভেঙ্কি মাইসোর, বোর্ডের মুখ্য পিচ কিউরেটর আশিস ভৌমিক।
এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন সৌরাশিস লাহিড়ী। কোচ ট্রয় কুলি ও সংস্থার ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের তত্বাবধানে কোচিংয়ের স্পেশ্যাল ট্রেনিং করছেন বাংলার কোচ। দেশের কয়েকজন বাছাই করা কোচের সঙ্গে। বেঙ্গালুরু থেকে মোবাইল ফোনে জি ২৪ ঘন্টাকে সৌরাশিস বললেন, 'অসাধারণ উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ২৪ জুলাই গোপীচাঁদ আমাদের সঙ্গে কথা বলবেন। তবে এর আগে বুধবার সকালের দিকে কেএল রাহুলের সঙ্গে আমাদের সেশন ছিল।"
কী বললেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার? সৌরাশিস যোগ করলেন, "কেএল এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ম্যাচ উইনার। শুধু তো ভারতীয় দল নয়, আইপিএল-এর মঞ্চেও কেএল অন্যতম সেরা তারকা। গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটকে ও খুব কাছ থেকে দেখেছে। একজন সর্বোচ্চ স্তরের ক্রিকেটার ম্যাচকে কী ভাবে দেখে, কোচদের কাছ থেকে ক্রিকেটারদের প্রত্যাশা থাকে, কোন সতীর্থ চাপে থাকলে কীভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় সেই বিষয় নিয়েই কেএল আমাদের সঙ্গে আলোচনা করল।"
কেএল রাহুলের ক্লাস শেষ হয়েছে। এ বার পিভি সিন্ধুদের কোচের সঙ্গে কথা বলার পালা। সেটা নিয়েও উত্তেজিত সৌরাশিস। তাঁর প্রতিক্রিয়া, "গোপীচাঁদ কত বড় খেলোয়াড় সেটা বলার অপেক্ষা রাখে না। কোচিংয়ের আসার পরেও সোনা ফলিয়েছেন। তাঁর কোচিংয়ে ভারত অলিম্পিক থেকে পদক পেয়েছে। কয়েক মাস আগে থমাস কাপ জিতেছে ভারত। এমন একজন মানুষের কাছ থেকে কোচিং দর্শন শেখা অবশ্যই কাজে লাগবে।"
আর এই সেমিনারে ভেঙ্কি মাইসোরের কী ভূমিকা থাকবে? বাংলার প্রাক্তন অফ স্পিনার যোগ করলেন, "আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারের থেকে ঠিক কী কী প্রত্যাশা করে। সেটাই বোঝানোর চেষ্টা করবেন ভেঙ্কি মাইসোর। তবে আমি ব্যক্তিগত ভাবে কেএল রাহুলের সেশন করার জন্য মুখিয়ে আছি। আন্তর্জাতিক পর্যায়ে খেলা একজন ক্রিকেটার দলের কোচের কাছ থেকে কী প্রত্যাশা করে, সেটা আমাদের সামনে তুলে ধরবে।"
ভারতীয় ক্রিকেটের 'ফ্যাব ফাইভ'-এর মধ্যে অন্যতম সেরা তিনজন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার সঙ্গে ভিভিএস লক্ষ্মণের এনসিএ-এর সঠিক সেতু গড়ে তোলাই বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্য। সেটাই নিঃশব্দে করে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: IPL: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এ বার দক্ষিণ আফ্রিকায় 'মিনি আইপিএল'!
আরও পড়ুন: Ravindra Jadeja: 'স্যর জাদেজা'-র সঙ্গে ধোনির সিএসকে-এর দূরত্ব বাড়ল!