ওয়েব ডেস্ক: আজই জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন ফয়াজ ফজল। অনেকেই নামটা শুনে ভ্রু কুঁচকাচ্ছেন।ভাবছেন কে এই ফয়াজ ফজল! এরকম নামের কাউকে তো  কখনও খেলতে দেখননি। তাই ফয়াজ ফজলকে একটু চিনিয়ে দেওয়া।


ফজল একেবারে আনকোরা মুখ নন কিন্তু ভারতীয় ক্রিকেটে। তিনি জন্মেছিলেন মহারাষ্ট্রের নাগপুরে। এখন নয় নয় করে বয়স হয়ে গেল ৩১ বছর। তাই খেলার মাঠে খুব তরুণ প্রতিশ্রুতিমান তাঁকে বলা যাবে না। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন, বিদর্ভের হয়ে খেলেছেন। আবার রেলের হয়েও খেলেছেন। তিনি তিন বছর আইপিএল দলেও ছিলেন রাজস্থান রয়্যালসের। ফজল মূলত ওপেনিং ব্যাটসম্যান। বাঁ হাতি। আর সময় সুযোগে ডান হাতে বল করেন। আজ পর্যন্ত ৭৮ টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে ফজল ৫১৮৬ রান করেছেন। সেঞ্চুরির সংখ্যা ১০। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০০। প্রথম শ্রেনীর ক্রিকেটে ২০ টা উইকেটও রয়েছে তাঁর দখলে।