জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্ত হিসেবে দিল্লি ক্য়াপিটালসে (Delhi Capitals) ঢুকে পড়েছিলেন অভিষেক পোড়েল (Abishek Porel)। ২১ বছরের বাঁ-হাতি ব্য়াটার ও উইকেটকিপারের দাদা বাংলার ডানহাতি মিডিয়াম পেসার ঈশান পোড়েল (Ishan Porel)। জুনিয়র ক্রিকেটে বাংলার হয়ে ধারাবাহিক ভাবে নির্ভরতা দেখিয়েছেন চন্দননগরের ছেলে। তাঁকে চিনতে ভুল করেননি দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট ও ভারতীয় ক্রিকেটের মহারথী সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। বিগত কয়েক ঘণ্টায় আলোচনায় অভিষেক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Preity Zinta: 'তখন অনেক দেখেছি'...ক্রিকেটারের প্রবল খিদেতেই খুশি মালকিন, তমান্নাও জুড়েছিলেন!


সৌরভকে স্য়র বলে ডাকা অভিষেক ভরসার দাম রাখলেন। গত মঙ্গলবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম দেখেছে অভিষেকের বিস্ফোরক ইনিংস। দিল্লি ক্য়াপিটালস ও রাজস্থান রয়্যালস ম্য়াচে আলোচনা হয়েছে অভিষেককে নিয়েই। দিল্লি প্রথমে ব্য়াট করে আট উইকেটে ২২১ রান তুলেছিল। সেই রান ডিফেন্ড করেই তারা রাজস্থানকে ২০ রানে হারিয়েছে। জেক ফ্রেজার-ম্যাকগুর্কের সঙ্গে ওপেন করতে নেমে অভিষেক ৩৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন। এক ঘণ্টা ক্রিজে থেকে সাতটি চার ও তিনটি ছয় মেরেছেন ১৮০.৫৫-এর স্ট্রাইক রেটে। অভিষেকের ব্য়াটই বড় রানের মঞ্চ গড়ে দেয় দিল্লির হয়ে।


অভিষেকের ব্য়াটিংয়ে মোহিত দিল্লির সহকারি কোচ প্রবীণ আমরে। তিনি খেলার শেষে বলেন, 'অভিষেক প্রথম খেলায় পঞ্জাবের বিরুদ্ধে ১৮ নম্বর ওভার পর্যন্ত জানত না যে, ও খেলবে কিনা! কিন্ত ও ৯ বলে ৩০ রানের অসাধারণ ইনিংস খেলেছিল। কোনও ভারতীয় ব্য়াটার পারফর্ম করতে সবসময় ভালোলাগে। আমার নেটে ওর ব্য়াটিংয়ে মোহিত হয়েছি। নতুন বলের বিরুদ্ধে দারুণ ব্য়াট করেছে। তাই আমরাই ভেবেছিলাম ও ব্য়াটিং অর্ডারে উপরের দিকে উঠে আসুক। ও স্পেশ্য়াল ইনিংস খেলল রাজস্থানের বিরুদ্ধে।' ঋদ্ধিমান সাহার অভাব পূরণ করবেন অভিষেক। এমনটাই মনে করেন অনেকে। অভিষেক এখনও পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন। করেছেন ১০৭২ রান। লিস্ট এ ক্রিকেটে ১১ ম্য়াচে ২৭৫ রান রয়েছে তাঁর। ২৬টি টি-২০ ম্য়াচে অভিষেক করেছেন ৫৬১ রান।


আরও পড়ুন: KKR Travel Update: 'হরহর মহাদেব'; মাঝ-আকাশে প্রবল দুর্যোগে কেকেআরের বিমান! নিতেই হল বাবার চরণে ঠাঁই


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)