নিজস্ব প্রতিবেদন: ১৫ জন ফুটবল বিশ্বকাপের ম্যাচের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। মুখোমুখি পর্তুগাল এবং স্পেন। দুই দলেই তারকার ছড়াছড়ি। এক নজরে দেখে নেব পর্তুগালের দুই সেরা তারকাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বজয়ের স্বপ্ন ‘মিশরীয় মেসি’র


দুরন্ত ফর্মে থেকে বিশ্বকাপ অভিযানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের আগেই চ্যাম্পিয়ন্স লিগে জানান দিয়েছেন কি ফর্মে রয়েছেন তিনি।  রিয়েল মাদ্রিদকে  টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করার প্রধান কান্ডারি সিআর সেভেন। সেইসঙ্গে ১৫টি গোল করে   চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। মেসির মতোই চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন সি আর সেভেন। ২ বছর আগে দেশকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করলেও, বিশ্বকাপ রোনাল্ডোর এখনও অধরা। একনজরে দেখে নেব বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


নাম- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


দেশ- পর্তুগাল


ম্যাচ- ১৫০


গোল- ৮১


রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্বের চোখ থাকবে এই পর্তুগিজ তারকার দিকে।


আরও পড়ুন- 'চুরি' গেল ব্রাজিলের প্রথম একাদশ


চলতি বিশ্বকাপে পর্তুগালের হয়ে নজর কাড়তে পারেন জোয়াও মুটিনহো। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেললেও প্রয়োজনে ডিফেন্সে অথবা স্ট্রাইকার হিসাবেও খেলতে দক্ষ মুটিনহো। ক্লাব স্তরে স্পোর্টিং লিসবন এবং পোর্তোর হয়ে বারোটি খেতাব জেতার পর বর্তমানে মোনাকোর হয়ে খেলেন তিনি। একনজরে দেখে নেব বিশ্বকাপে জোয়াও মুটিনহো।


নাম- জোয়াও মুটিনহো


দেশ- পর্তুগাল


ম্যাচ- ১১০


গোল-


এর আগে জাতীয় দলের হয়ে তিনটে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন মুটিনহো। এটা মুটিনহোর দ্বিতীয় বিশ্বকাপ।