ওয়েব ডেস্ক: বিশ্বকাপে সবাইকে চমকে দিতে প্রস্তুত ভারতীয় দল। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে একুশজন ফুটবলার। এঁদের মধ্যেই  ওয়েব ডেস্ক: দেশবাশীর নজর থাকবে বেশ কিছু ফুটবলারের দিকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার উড়বে জাতীয় পতাকা। প্রথমবার বাজবে জাতীয় সঙ্গীত। একশো কুড়ি কোটির দেশ তাকিয়ে থাকবে একুশজন ফুটবলারের দিকে। যারা প্রতিনিধিত্ব করবে প্রথমবার বিশ্বকাপে। এরই মধ্যে দেশবাশির নজর থাকবে বেশ কিছু ফুটবলারের দিকে। গোলকিপার পজিশনে ধীরাজ সিংয়ের খেলা একপ্রকার নিশ্চিত। মাতোসের দলে সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার এই গোলরক্ষক। দেশের হয়ে বিয়াল্লিশটা ম্যাচ খেলেছেন ধীরাজ। প্রায় তিন বছর দলের সঙ্গে রয়েছেন ভারতের এই গোলকিপার। মনে করা হচ্ছে বিশ্বকাপে ভারতকে এগোতে হলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মনিপুরের এই গোলকিপারকে। চলতি বছর এপ্রিলে যুব দলে প্রথমবার সুযোগ পান আনওয়ার আলি। অল্প সময়উ নজর কেড়েছেন এই স্টপার। মিনার্ভার অ্যাকাডেমি থেকে উঠে আসা আনওয়ার মাতোসের দলের ডিফেন্সের বড় ভরসা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?


মাঝমাঠে ভারতের সেরা অস্ত্র অধিনায়ক অমরজিত সিং কিয়াম। ড্রেসিংরুমে সবচেয়ে জনপ্রিয় মুখ এই মিডফিল্ডার। মনিপুরি এই ফুটবলারের কেরিয়ার শুরু  পঞ্জাবে। নেতা অমরজিত অনেকটা জায়গা জুড়ে খেলতে পারেন। যুব বিশ্বকাপে বাংলার নজর থাকবে অভিজিত সরকারের দিকে। ইতালি সফরে গোল করে নজর কেড়েছিলেন এই বঙ্গসন্তান। অমরজিতের মতোই অভিজিত খেলেন মিডফিল্ডে। বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা উড়াব করে দিতে মরিয়া অভিজিত। অধিনায়ক অভিজিত সিংয়ের পাশাপাশি ভারতীয় দলে সবচেয়ে বড় মুখ কোমাল থাতাল। বাইচুং ভুটিয়ার রাজ্যের এই ফুটবলার ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে গোল করেছেন। যে নজির অন্য কোনও ফুটবলারের নেই। মাতোসের দলের সেরা প্লেমেকারও বলা হচ্ছে সিকিমিস এই ফুটবলারকে। ভারতের দলের আরেক মুখ সঞ্জীব স্টালিন। মিডফিল্ডের পাশাপাশি সাইড ব্যাকেও খেলতে পারেন যুব দলের এই ফুটবলার। বেঙ্গালুরুর এই ফুটবলার সেট পিসেও বিশেষজ্ঞ। অভিজিতের পাশাপাশি বিশ্বকাপের বাংলার নজরে থাকবে রাহিম আলি। মোহনবাগান অ্যাকাডেমি থেকে উড়ে আসা রাহিম মাতোসের দলের বক্স স্ট্রাইকার। পরিবর্ত হিসেবে নেমে চমক দিতে পারেন রাহিম। বিশ্বকাপে মাতোসের দলে মনিপুরের দাপট সবচেয়ে বেশি। একুশজনের দলে মনিপুর থেকে রয়েছেন আটজন ফুটবলার। তাই বিশ্বকাপে ভারতের ভাগ্য কিছুটা হলেও নির্ভর করছে মনিপুর ব্রিগেডের ওপর।


আরও পড়ুন  আজ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক ঘটতে চলেছে ভারতের