নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যন্ডের বিরুদ্ধে পুনে ম্যাচে বিরাট  সাফল্যের পর প্রাক্তন এবং বর্তমান ভারত অধিনায়কের সম্পর্কের রহস্য ফাঁস করলেন কিংবদন্তী ভিভিএস লক্ষ্মণ। "ধোনির উপর বিরাট নির্ভরতা কোহলির", সাফ জানালেন ভারতীয় ক্রিকেটের অন্যতম 'মার্গদর্শক' ভিভিএস। আরও একধাপ এগিয়ে প্রাক্তন এই ক্রিকেটারের অভিমত, বিরাট কোহলি ধোনির থেকে অনেক কিছু শিখেছেন। ধোনিই বিরাটের অধিনায়ক বলেও মন্তব্য করেন লক্ষ্মণ। ভারতের প্রাক্তন অধিনায়কের দায়িত্ববোধ প্রসঙ্গে তিনি বলেন, নেতৃত্ব থেকে অবসরের সঙ্গেই ক্রিকেটকেও তিনি বিদায় জানাতে পারতেন, কিন্তু ধোনি সেটা করেননি। বরং, উইকেটের পিছনে থেকে নিজের দায়িত্ব পালন করছেন ধোনি। আর এই কারণেই ধোনির প্রতি বিরাট শ্রদ্ধা রয়েছে ক্যাপ্টেন কোহলির, মত ভিভিএস লক্ষ্মণের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'মিথ্যা প্রচার', মায়াপ্পনকে 'ক্রিকেট উৎসাহী' বলিনি : মাহি 


"ধোনি এবং বিরাটের সম্পর্কই দলের সম্পদ। উইকেটের পিছন থেকে ধোনি পুরো মাঠে নজর রাখেন। কোথায় কখন কেমন ফিল্ডিং সেট-আপের প্রয়োজন সেটা ও (ধোনি) দারুণ বোঝে। আর ধোনির উইকেটের পিছনে থাকার এই সুবিধাই পাচ্ছে বিরাট। দু'জনের মধ্যে যে কোনও দম্ভের দূরত্ব নেই, তার কৃতিত্ব কোহলিরই। ধোনি-কোহলি, দুজনের মধ্যেকার এই সম্পর্ক ২০১৯ বিশ্বকাপের জন্য এগিয়ে রাখবে ভারতকে", প্রাক্তন এবং বর্তমান ভারত অধিনায়কের সম্পর্ক নিয়ে এই কথাই জানান কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। একই সঙ্গে ধোনিকে ভারতীয় দলের মেন্টর বলেও প্রশংসা করেন তিনি। 


 আরও পড়ুন-  কোহলির অভিনয়ের প্রশংসায় পরিচালক করণ