COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: ইএসপিএন (ESPN) ক্রিকিনফো(crickinfo)-এর বিচারে 'ক্যাপ্টেন অব দ্য ইয়ার' জিতলেন ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। পুরনো বছরে খেলা ১২টি টেস্ট ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জয় আর বাকি তিনটি টেস্টে ড্র, অপরাজিত থেকেই বছর শেষ করে বিরাটের নেতৃত্বাধীন ভারত। আর এই সাফল্যের কারণেই বিরাটকে 'ক্যাপ্টেন অব দ্য ইয়ার' বেছে নেয় ইএসপিএন (ESPN) ক্রিকিনফো(crickinfo)-এর বিচারকমণ্ডলী। কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এম জয়াবর্ধনে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মার্ক বুচার, ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালস, আম্পায়ার সাইমন টাফেলদের বিচারে বিরাটই সেরা নির্বাচিত হয়েছন।


সেরা ব্যাটিং পারফর্ম্যান্সের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৮ বলে ২৫৮ রানের ইনিংসকেই বছরের সেরা ব্যাটিং পারফর্ম্যান্স হিসেবে বেছে নিয়েছে বিচারকমণ্ডলী। সেরা বোলিং পারফর্ম্যান্সেরও খেতাব জিতে নিয়েছেন এক ইংলিশ ক্রিকেটারই। ১৭ রান দিয়ে ৬ উইকেট, স্টুয়ার্ট ব্রডের এই পারফর্ম্যান্সকেই বোলিংয়ে সেরা হিসেবে বেছে নিয়েছে ইএসপিএন (ESPN) ক্রিকিনফো(crickinfo)।