নিজস্ব প্রতিবেদন: তাঁর দল ম্যাচ হারল, সিরিজ হারল, অথচ ব্যাটে সেই ‘কথা’ বলেই গেলেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের লিডসে সাক্ষী থাকল সেই বিরলতম নজিরের, যেখানে  অধিনায়ক হিসেবে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড করলেন বিরাট ‘রানমেশিন’ কোহলি। একই সঙ্গে ভাঙলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলায়ার্স এবং প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিরাটের রানেও শিখর ছুঁতে পারল না ভারত


এতদিন পর্যন্ত অধিনায়ক হিসেবে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড ছিল কেবল  ডিভিলিয়ার্সেরই। এবিডি এই নজির গড়েছিলেন ৬০ ম্যাচে। বিরাট সেই শৃঙ্গ জয় করলেন তাঁর থেকে ১১ ম্যাচ আগেই। ৪৯ ম্যাচেই ৩ হাজার রান করে ফেললেন বিরাট কোহলি।  



অতীতে অধিনায়ক হিসেবে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলির। ৭৪ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন ‘কলকাতার মহারাজ’। সৌরভ পরবর্তী জমানায় সেই রেকর্ড ভাঙেন মহেন্দ্র সিং ধোনি। এই বিরল নজির গড়তে ক্যাপ্টেন কুলের লেগেছিল ৭০ ম্যাচ। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭১ রানের ইনিংসের দৌলতে ভারতীয় অধিনায়ক হিসেবে তো বটেই, বিশ্বের তাবড় তাবড় অধিনায়দেরও ছাপিয়ে গেলেন বিরাট কোহলি।   


আরও পড়ুন- কোহলির নেতৃত্বে প্রথম একদিনের সিরিজ হারল ভারত 


প্রসঙ্গত, এর আগে অধিনায়ক হিসেবে দ্রুততম ১ হাজার রান এবং দ্রুততম ২ হাজার রানেরও নজির ছিল তাঁর।