জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেনে সেই 'আঠারো আসুক নেমে'র মতো কেকেআর-এর কপালে 'আঠারো এল নেমে'! মুম্বইকে '১৮' রানে হারিয়ে তারা পয়েন্ট অর্জন করল '১৮', আর তারই জোরে একেবারে শীর্ষে গিয়ে বসল চলতি আইপিএলে! ১২ ম্যাচে কেকেআরের পয়েন্ট  ১৮। লিগ তালিকায় তারাই আপাতত শীর্ষে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rohit Sharma At KKR: পরেরবার কেকেআরে রোহিত, আক্রমের কথাই মিলল ইডেনে! দুয়ে দুয়ে চার ভাইরাল ছবিতে


চলতি আইপিএলে (IPL 2024) বৃষ্টিস্নাত ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্য়াচ হওয়া নিয়ে রীতিমতো সন্দেহ ছিল শনিবার সকাল থেকেই। কেননা, তখনই আবহাওয়ার পূর্বাভাস মোটামুটি জানা হয়ে গিয়েছে যে, বিকেলের দিকে বৃষ্টি হতে পারে! ফলে, মনে করাই হচ্ছিল যে, প্রতিকূল আবহাওয়ায়  ম্য়াচ সম্ভবত ভেস্তে যেতে পারে। ভক্ত-সমর্থকেরাও হতাশ হয়ে পড়েছিলেন। অনেকাংশে ভেস্তে গেলেও তাঁদের মুখে হাসি ফুটিয়ে শেষপর্যন্ত খেলা শুরু হল। 


বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন খেলা শুরু হল ১ ঘন্টা ৪৫ মিনিট পরে। শনিবার সন্ধে সাড়ে সাতটার বদলে খেলা শুরু হল রাত ৯টা ১৫ মিনিটে। ৪০ ওভারের বদলে ম্য়াচ হল ৩২ ওভারের। অর্থাৎ, আট ওভার কম।


এদিন টস হারে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে শ্রেয়স আইয়ারের কেকেআর'কে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমে ব্য়াট করে ১০ রানের মধ্য়ে দুই ওপেনার (সুনীল নারিন ও ফিল সল্ট) ফিরে যাওয়ায় কেকেআর শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল। তবে এরপর ভেঙ্কটেশ আইয়ার (২১ বলে ৪২), নীতীশ রানা (২৩ বলে ৩৩), আন্দ্রে রাসেল (১৪ বলে ২৪), রিঙ্কু সিং (১২ বলে ২০) ও রমনদীপ সিংদের (৮ বলে অপরাজিত ১৭) মিলিত প্রয়াসে কেকেআর শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয়। জবাবে মুম্বই ইনিংস শেষ হয় ১৩৯ রানে, ৮ উইকেটের বিনিময়ে।


আরও পড়ুন: Bengal Weather Update: শিয়রেই প্রচণ্ড দাবদাহের রুক্ষ প্রখর দিন! কবে থেকে ফের সেই মারণ তাপপ্রবাহ?


মুম্বাই ইন্ডিয়ান্স'কে ১৮ রানে হারিয়ে এবারের আইপিএলের প্রথম দল হিসেবে 'প্লে অফে' (playoffs) জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেই তারা এটা অর্জন করল। ১২ ম্যাচে কেকেআরের পয়েন্ট  ১৮। লিগ তালিকায় তারাই আপাতত শীর্ষে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)