নিজস্ব প্রতিবেদন:একদিকে করোনা সঙ্গে আমফান। জোড়া ধাক্কায় বিধ্বস্ত বাংলা। এই পরিস্থিতিতে দুর্গতদের সাহায্যে এগিয়ে এল কলকাতা নাইট রাইডার্স। বিশে মে বাংলার উপর দিয়ে বয়ে গেছে সুপার সাইক্লোন। লন্ডভন্ড কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। জেলার হাজার হাজার মানুষ হারিয়েছে বাসস্থান। সেইসঙ্গে জল নেই, খাবার নেই। এই ঝড়ের তান্ডবে আজ যাঁরা সর্বস্বান্ত তাঁদের পাশে দাঁড়ালেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মীর ফাউন্ডেশনের সঙ্গে KKR হাতে হাত মিলিয়ে আমফানে বিধ্বস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগী। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করবে কেকেআর।  সেই সঙ্গে কেকেআর সহায়তা বাহনের উদ্যোগে পশ্চিমবঙ্গের সাইক্লোন কবলিত মানুষদের প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হবে।  আমফানের তাণ্ডবে কলকাতা ও রাজ্যজুড়ে প্রচুর গাছ ভেঙে পড়েছে। বৃক্ষরোপনেও বিশেষ উদ্যোগ নেবে নাইটরা।  এসবই জানিয়েছেন কেকেআরএর সিইও ভেঙ্কি মাইসোর।


 



শাহরুখ খান জানিয়েছেন, "এই কঠিন সময়ে আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। আমরা আবার একসঙ্গে সবাই না হেসে ওঠা পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। "


আরও পড়ুন - বিশ্বকাপে ধোনির ব্যাটিং নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন বিশ্বকাপ ফাইনালের নায়ক