নিজস্ব প্রতিবেদন :  অধিনায়ক বিরাট কোহলি আর এবিডি-র চওড়া ব্যাটে জয়ের গন্ধ পেলেও দ্বাদশ আইপিএলে জয় অধরাই থেকে গেল বেঙ্গালুরুর। রাসেল ঝড়ে বিরাটদের মুখের গ্রাস কেড়ে নিল কেকেআর। জয়ে ফিরল নাইট বাহিনী। আরসিবিকে ৫ উইকেটে হারাল কেকেআর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তবে পার্থিব প্যাটেল আর বিরাট কোহলি জুটি এদিন শুরুটা দারুন করেন। ওপেনিং জুটিতে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। ২৫ রান করে পার্থিব আউট হলেও বিরাট কোহলি এবং এবি ডিভিলয়ার্স জুটি বেঙ্গালুরুকে বড় রানের ভিত গড়ে দেন। বিরাট ৪৯ বলে ৮৪ রানে আউট হন। অন্যদিকে ৩২ বলে ৬৩ রান করেন এবিডি। আর শেষ দিকে মার্কোস স্টোইনিসের ১৩ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো ইনিংস ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে বেঙ্গালুরুকে। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে বেঙ্গালুরু। কেকেআর-এর হয়ে কুলদীপ, নারিন ও রানা একটি করে উইকেট পান।



২০৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ক্রিস লিন এবং সুনীল নারিন ঝোড়ো শুরু করলেও ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন নারিন। কিন্তু ক্রিস লিন ও রবিন উথাপ্পা জুটি কেকেআরকে টানতে থাকে। পবন নেগির শিকার দুজনেই। লিন ৪৩ আর উথাপ্পা ৩৩ রান করে সাজঘরে ফিরে যান। ২৩ বলে ৩৭ রান করে ফিরে যান নীতিশ রানা। অধিনায়ক দীনেশ কার্তিক করেন ১৯ রান। এরপরেই চিন্নাস্বামীর বাইশ গজে রাসেল ঝড়। ৭টি ছয়ে ১৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেন রাসেল। পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় কেকেআর।      


আরও পড়ুন - ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্লাব তুলে নেওয়ার হুমকি দিলেন মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজ