নিজস্ব প্রতিবেদন: টস জিতে রান তাড়া করে অনায়াসেই লক্ষ্যে পৌঁছেনো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে কলকাতা। ট্রেন্ডিং ফর্মুলাতেই রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পেল কার্তিকের দল। এবারের আইপিল-এ বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা যে ছন্দে চলছেন, তার ব্যতিক্রম ঘটালেন না দীনেশ কার্তিকও। 'টস জেতো, ম্যাচ জেতো', এই মন্ত্রেই রাহানের রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে সহজ জয় পেল কলকাতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ৫০০০ রান করে আইপিএলে সর্বকালের রেকর্ড গড়লেন বিরাট



জয়পুরের স্বামী মান সিং স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাব কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। চাওলা, কুলদীপ, নীতীশ রানাদের স্পিনে সেভাবে হাতই খুলতে পারেনি রাহানে, সঞ্জু স্যামসন, বেন স্টোকসরা। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে ১৬০ রানই গুটিয়ে যায় রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ক্রিস লিনের উইকেট হারিয়ে ধাক্কা খেলেও নারিন (৩৫) আর উথাপ্পার (৪৮) যুগলবন্দিতে ম্যাচের রাশ নিজের হাতে নেয় কলকাতা। শেষে ম্যাচ ফিনিশারের ভূমিকায় দেখা যায় কলকাতার অধিনায়ককেও। দীনেশ কার্তিকের ২৩ বলে ৪২ রানের ইনিংসের দৌলতে এক ওভার বাকি থাকতেই জয় পায় কলকাতা। 


রাজস্থান-১৬০/৮  কলকাতা- ১৬৩/৩   



আরও পড়ুন- তথ্যের অধিকার আইনের আওতায় নিয়ে আসা হোক বিসিসিআইকে!