৫০০০ রান করে আইপিএলে সর্বকালের রেকর্ড গড়লেন বিরাট
ভারতের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ সহ অন্যান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫,০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর অধিনায়ক ছাড়া আর কোনও ক্রিকেটারের নেই এই নজির।
নিজস্ব প্রতিবেদন: ম্যাচ হেরেও বাজিগর সেই বিরাট। মঙ্গলবার রাতে ওয়াংখেড়েতে ৯২ রানের ইনিংসের দৌলতে আইপিএলে সর্বকালের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের ৩২তম অর্ধ-শতরানের সঙ্গেই আধুনিক 'ক্রিকেটের ডন' পৌঁছে গেলেন সেই উচ্চতায়। যেখানে তাঁকে ছোঁয়া তো দূর, এই পর্যন্ত পৌঁছনই কার্যত অসম্ভব অন্যদের পক্ষে।
আরও পড়ুন- এখনই অরেঞ্জ ক্যাপ পরতে চান না বিরাট
ভারতের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ সহ অন্যান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫,০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর অধিনায়ক ছাড়া আর কোনও ক্রিকেটারের নেই এই নজির।
The only player to get to 5000 franchise runs for the same team. Virat #RCB, #RCB Virat back!#PlayBold #MIvRCB pic.twitter.com/erHHyMgfkb
— Royal Challengers (@RCBTweets) April 17, 2018
উল্লেখ্য, এদিন চেন্নাইয়ের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নার রেকর্ডও ভেঙে দেন বিরাট। আইপিএলে সবথেকে বেশি রান করার যে রেকর্ড এতদিন পর্যন্ত আগলে রেখেছিলেন সুরেশ রায়না (৪৫৫৮), তা গুঁড়িয়ে শীর্ষে উঠে এসেন বিরাট (৪৬১৯)।
Highest Run Scorer in all of VIVO IPL! One man - @imVkohli
4559 runs*But only 25% of the work is done here. #PlayBold #MIvRCB #RCB pic.twitter.com/6eaELw3ieW
— Royal Challengers (@RCBTweets) April 17, 2018
আরও পড়ুন- ঝুঁকি নিয়েও খেলতে তৈরি ক্যাপ্টেন কুল