নিজস্ব প্রতিবেদন: ইদানীং ভারতীয় দলে (Team India) সুযোগ পাচ্ছেন না। আইপিএল (IPL 2022) ও ঘরোয়া মরসুম (BCCI Domestic) শেষ হয়ে গিয়েছে। তাই ফিটনেস বজায় রাখতে এ বার বিলেতে পাড়ি দিলেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাদা ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। কাউন্টি দল ওয়ারউইকশায়ারে (Warwickshire) যোগ দিলেন তারকা অলরাউন্ডার। ১ জুলাই ওয়ারউইকশায়ারের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এই চুক্তির ঘোষণা করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ক্রুণাল। ওয়ারউইকশায়ারের ঘরের মাঠ এজবাস্টন। সেখানে খেলার জন্য় মুখিয়ে রয়েছেন এই অলরাউন্ডার। ক্রুনাল বলেন, "কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ এবং বিশেষ ওয়ারউইকশায়ারের মতো ঐতিহাসিক এক দলে যোগ দিতে পারায় আমি ভীষণ খুশি। এজবাস্টন ক্রিকেট খেলার একটি দারুণ ভেন্যু এবং সেই মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে আছি। আশাকরি একদিনের প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করতে পারব।" 



এমন সুযোগ পাওয়ার জন্য বিসিসিআই-কেও ধন্যবাদ জানিয়েছেন ক্রুনাল। ওয়ারউইকশায়ারও সিনিয়র পান্ডিয়াকে পেয়ে খুশি। ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টের সময়ই আবার দ্য হান্ড্রেডও অনুষ্ঠিত হবে। তাই অনেক খেলোয়াড়দেরই ক্লাবগুলি পাবে না। পরিবর্তে ক্রুণাল পান্ডিয়ার মতো এক ক্রিকেটারকে পাওয়ায় খুশি ক্লাবের ক্রিকেট ডিরেক্টর পল ফারব্রেস। 


তিনি যোগ করেছেন, "ক্রুণাল দারুণ ক্রিকেটার। ওকে এজবাস্টনে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি। আমদের টি-টোয়েন্টিতে ভাল পারফরম্যান্সের জন্য় অনেকেই দ্য হান্ড্রেডে খেলতে চলে যাবেন। তবে তাদের বদলে একজন বিশ্বখ্যাত অলরাউন্ডারকে সই করানোটা সত্যিই দারুণ।" 


ওয়ারউইকশায়ার ৫০ ওভারের ফরম্যাটে হোম ও অ্যাওয়েতে মোট আটটি ম্যাচ খেলবে। ২ থেকে ২৩ অগাস্টের এই ম্যাচগুলি আয়োজিত হবে। ক্রুণাল অবশ্য কাউন্টিতে ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলতে যাওয়া একমাত্র ভারতীয় ক্রিকেটার নন। ইতিমধ্যেই ওয়াশিংটন সুন্দরও ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 


আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: 'কিং কোহলি'কে নিয়ে বড় মন্তব্য করলেন মাইকেল ভন, কী বললেন?


আরও পড়ুন: Jasprit Bumrah: অধিনায়ক হওয়ার পর ছেলেকে কী টিপস দিলেন গর্বিত মা? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)