নিজস্ব প্রতিবেদন: ভারতের স্টার অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya) শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সীমিত ওভারের সিরিজে ক্রুনালের করোনাক্রান্ত হয়েছিলেন। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় ক্রুনাল অবশেষে ভারতে পা রাখলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই ক্রুনালের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এমনকী দ্বিতীয় টি-২০ একদিন পিছিয়েও যায়। ক্রুনালের সংস্পর্শে আসা ৭ ক্রিকেটারকেও আইসোলশেন যেতে হয়েছিল। নিভৃতবাসে ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), দীপক চাহার (Deepak Chahar), মণীশ পাণ্ডে (Manish Pandey), ঈশান কিশান (Ishan Kishan) ও কৃষ্ণাপ্পা গৌতম (K Gowtham)।



আরও পড়ুন: Jofra Archer: ভারতের বিরুদ্ধেই নয়, আর্চার ছিটকে গেলেন টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজ থেকেও!


ক্রুনাল ছাড়াও স্পিনার চাহাল ও স্পিন অলরাউন্ডার কৃষ্ণাপ্পার রিপোর্ট পজিটিভ এসেছিল। ক্রুনাল ফিরলেও তাঁরা ফেরেননি। চাহাল-গৌতম শ্রীলঙ্কায় আইসোলেশনে আছেন। তাঁদের রিপোর্ট দু'বার নেগেটিভ আসলেই তাঁরা ফিরবেন দেশে। অন্যদিকে সূর্যকুমার ও পৃথ্বী পরিবর্ত ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড উড়ে গিয়েছেন। এখন তাঁরা বিরাট কোহলির দলের সদস্য।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)