বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ব্যাটে লেগে ওভার থ্রোতে ৬ রান, ভুল স্বীকার আম্পায়ার কুমার ধর্মসেনার!
ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব।
নিজস্ব প্রতিবেদন : ১৪ জুলাই, লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের ইনিংসে শেষ ওভারের চতুর্থ বলে ডিপ মিড উইকেটে বল মেরে দুই রানের জন্য দৌড় দেন বেন স্টোকস। সেই সময় বাউন্ডারি লাইন থেকে বল তুলে মার্টিন গাপটিল থ্রো করেন। সেই থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে ওভার থ্রোতে বাউন্ডারির বাইরে চলে যায়। ফিল্ড আম্পায়ার আম্পায়ার কুমার ধর্মসেনা ৬ রান দেন। এই ছয় রান ইংল্যান্ডের অঙ্ক সহজ করে দেয়। যদিও ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়। খেলা গড়ায় সুপার ওভারে। আম্পায়ার কুমার ধর্মসেনার একটা ভুলেই কি বিশ্বকাপ হাতছাড়া হল নিউ জিল্যান্ডের? ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। অবশেষে সেই 'বিতর্কিত' সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন তিনি।
বিশ্বকাপ ফাইনালে সেই ওভার থ্রো বিতর্ক আরও উসকে দেন আইসিসি-র প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল। তাঁর মতে, "ওভার থ্রো থেকে পেনাল্টি হিসেবে পাঁচ রান পাওয়া উচিত্ ছিল ইংল্যান্ডের। এক্ষেত্রে আম্পায়ার ভুল করেছে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো যদি ব্যাটসম্যানের ব্যাটে লেগে বাউন্ডারি পার হয়ে যায়, তাহলে পেনাল্টি হিসেবে ৫ রান হওয়া উচিত্।" বিশ্বকাপ ফাইনালের সাতদিন পেরিয়ে যাওয়ার পর অবশেষে সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে ধর্মসেনা বলেন, "টিভি রি-প্লে দেখে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়তো সহজ। কিন্তু রি-প্লে দেখার কোনও সুযোগ ছিল না আমাদের কাছে। আমি মানছি সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু তা নিয়ে আমার কোনও অনুশোচনা নেই।"
আরও পড়ুন - ক্যারিবিয়ান সফরে নেতৃত্বে বিরাট, বিশ্রামে হার্দিক! দলে মনীশ-শ্রেয়স, টেস্টে ঋদ্ধির প্রত্যাবর্তন
ধর্মসেনা আরও জানান, "মাঠে বসে টিভি রি-প্লে দেখার কোনও সুযোগ নেই। কারণ নিয়ম হল, টিভি আম্পায়ারের কাছে যাওয়ার কোনও সুযোগ ছিল না আমাদের কাছে। আমি লেগ আম্পায়ার এরাসমাসের সঙ্গে আলোচনা করেই আমি আমার সিদ্ধান্ত জানাই। আমি যে লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা করেছিলাম সেটা অন্য আম্পায়াররা এবং ম্যাচ রেফারিও শুনেছিলেন। "