ব্যুরো:কোচ হয়ে প্রথম সিরিজেই অনিল কুম্বলে বুঝিয়ে দিলেন দলের সঙ্গে বন্ধুর মত মিশলেও প্রয়োজনে কড়া হতেও পিছপা হবেন না। 


স্ত্রী ও গার্লফ্রেন্ডদের সঙ্গেই থাকবেন ক্রিকেটাররা!


জাম্বোর সাফ কথা শৃঙ্খলার ব্যাপারে তিনি আপস করতে নারাজ। ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেই তাই নতুন নিয়ম চালু করে দিলেন তিনি। অনুশীলনে যাওয়ার সময় বাসে উঠতে দেরি করলেই আড়াই হাজার টাকা জরিমানা দিতে হবে ক্রিকেটারদের। তবে দলকে ঐকবদ্ধ রাখতে বিনোদনের পথ থেকে সরছেন না অলিন কুম্বলে। তাই তো তিনি গোটা দলকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন সাগর ভ্রমনে। সাত সপ্তাহের লম্বা সফরের চাপ থেকে বিরাট, রোহিতদের মুক্ত করতেই কুম্বলের এই পরিকল্পনা। পাশাপাশি যোগাসন, ড্রাম বাজানোর সঙ্গে জন রাইটের আমলের বাডি প্রোগ্রামও চালু করে দিলেন কুম্বলে। আসলে নেট সেশনের পর দলের প্রতিটি ক্রিকেটারের ভুল ত্রুটি যাতে সতীর্থরাই শুধরে দেন তার জন্যই এই উদ্যোগ নয়া কোচের।