জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আল বায়েত স্টেডিয়াম দেখেছে ইংল্যান্ড বনাম ফ্রান্সের (England vs France) দুরন্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যদিও গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে।  এই ম্য়াচের ১৭ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির দুরন্ত গোলে এগিয়ে যায় ফ্রান্স। আক্রমণ, প্রতি আক্রমণের ম্যাচে ইংল্যান্ডও ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিচ্ছিল ফ্রান্সকে। বিরতিতে যদিও এগিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: FIFA World Cup 2022, ENG vs FRA: ইংল্যান্ডকে 'চোকার্স' প্রমাণিত করে সেমি ফাইনালে চলে গেল ফ্রান্স, এবার সামনে মরক্কো



দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটেই ইংরেজদের ভাগ্য খুলে যায়। অধিনায়ক হ্যারি কেনের পেনাল্টিতে ম্যাচে সমতায় ফেরে 'থ্রিলায়ন্স'। ৭৮ মিনিটে অলিভার জিরু গোল করে ফের এগিয়ে দেন ফ্রান্সকে। রুদ্ধশ্বাস এই ম্যাচে ইংল্যান্ডের কাছে সুবর্ণ সুযোগ ছিল ম্যাচে ফিরে আসার। বলা ভালো সোনার সুযোগ। ৮৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। এবারও শট নিতে এগিয়ে আসেন ব্রিটিশ ক্যাপ্টেন কেন। কিন্তু এবার আর বল তে-কাঠিতে রাখতে পারলেন না তিনি। সোজা বল উড়িয়ে দেন স্ট্যান্ডে। লড়াইয়ের সব সুযোগ ওখানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের। কোনও ভাবেই আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর রাস্তা থাকে না। কেনের এহেন পেনাল্টি শট দেখে মাঠেই হেসে গড়িয়ে পড়েন কিলিয়ান এমবাপে। ফরাসি সুপারস্টারের এই হাসির প্রতিক্রিয়া রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। 


আরও পড়ুন: Cristiano Ronaldo | Georgina Rodriguez: 'বিশ্বের সেরা ফুটবলারকে ছোট করতে পারেন না'!


প্রথম ম্যাচে ইরানকে ৬ গোল দিলেও, ২ গোল হজম করেছিল ইংল্যান্ড। তবে এরপর থেকে গ্যারেথ সাউথগেটের ছেলেরা একটিও গোল হজম করেনি। তাই মনে করা হচ্ছিল ফ্রান্সের স্ট্রাইকাররা ছন্দে থাকলেও, তাদের কাজটা কঠিন হবে। কিন্তু ফ্রান্স কোথাও বুঝিয়ে দেয় যে, এবারও তারাই ট্রফি ছুঁয়ে দেখতে চলেছে। আগামী ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমি ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)