Emiliano Martinez vs Kylian Mbappe: এমিলিয়ানো মার্টিনেজ ফিফার বর্ষসেরা গোলকিপার হতেই ক্যামেরায় ধরা পড়ল এমবাপের প্রতিক্রিয়া
মার্টিনেজ অবশ্য এমবাপেকে নতুন করে কটাক্ষ করেননি। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর থেকে আর্জেন্টাইন গোলকিপারের নিশানায় ছিলেন এমবাপে। তা নিয়ে বিস্তর চর্চা হয়। বিতর্কও হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার মুখোমুখি এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ২০২২ সালের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup Final 2022) পর ফের একবার প্যারিসে দুই তারকা সামনাসামনি হলেন। সেই কাপ যুদ্ধের ফাইনালে এমবাপে দুরন্ত পারফরম্যান্স করলেও, ফ্রান্সের (France) তারকাকে ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হয়েছিল। জোড়া গোল করে নায়ক হয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। এবং শেষ মুহূর্তে কয়েকটা দারুণ সেভ করে আর্জেন্টিনাকে (Argentina) দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতান মার্টিনেজ। সেই ফাইনাল জেতার পর থেকেই মার্টিনেজ ও এমবাপের ঝামেলা তুঙ্গে। আর তাই আর্জেন্টিনার গোলকিপারের হাতে সেরার পুরস্কার দেখে হতাশা চেপে রাখতে পারলেন না ফ্রান্সের গোল মেশিন।
এমিলিয়ানো মার্টিনেজের হাতে যখন সেরা গোলকিপারের পুরস্কার উঠল, তখন ক্যামেরা ধরে এমবাপেকে। ফরাসি তারকা নিজেও বুঝতে পারেননি, তাঁকে ধরা হয়েছে ক্যামেরায়। এমবাপের মুখের অভিব্যক্তি ধরা পড়ে তখন। তাঁর মুখ থমথমে। অবাক দৃষ্টিতে এমবাপে তাকিয়ে মার্টিনেজের দিকে।
আরও পড়ুন- Lionel Messi: জল্পনা সত্যি, মেসিই হলেন ফিফার ‘বর্ষসেরা ফুটবলার’
আরও পড়ুন- WATCH | Earthquake In Turkey: মাঠে উড়ে এল হাজার হাজার সফটটয়েজ! যে খবরে চোখ ভিজবে, হৃদয় গলবে...
আসলে গত বিশ্বকাপ ফাইনালের আগে থাকতেই শুরু হয়েছিল কথার যুদ্ধ। ফাইনালের পরেও সেটা বজায় ছিল। মার্টিনেজের সঙ্গে বর্ষসেরা গোলকিপার হওয়ার দৌড়ে ছিলেন থিবাও কুর্তোয়া এবং ইয়াসিন বোনু। কিন্তু মার্টিনেজ যে বর্ষসেরা গোলকিপার হবেন, সেই দেওয়াললিখন অনেকেই বহু আগে পড়ে ফেলেছিলেন। মার্টিনেজের হাতে যখন বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ওঠে, তখন এমবাপে চুপচাপ।
মার্টিনেজ অবশ্য এমবাপেকে নতুন করে কটাক্ষ করেননি। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর থেকে আর্জেন্টাইন গোলকিপারের নিশানায় ছিলেন এমবাপে। তা নিয়ে বিস্তর চর্চা হয়। বিতর্কও হয়।