COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একে একে নিভল দেউটি! চলতি প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu), সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টিরা (Chirag Shetty)। ব্য়াডমিন্টনে ভারতের একমাত্র আশা-ভরসা ছিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। তাঁকেও সোম সন্ধ্য়ায় ব্রোঞ্জ পদক ম্য়াচ হেরে বলতে হত আলবিদা! অলিম্পিক্স থেকে ভারতের ব্য়াডমিন্টনের আলো পুরোপুরি নিভল। তবে জীবনের প্রথম অলিম্পিক্স খেলতে নেমে এতদূর আসার জন্য় লক্ষ্যর লড়াইকে কুর্নিশ। তাঁর সামনে আরও অলিম্পিক্স রয়েছে। তিনি নিশ্চিত ভাবেই সেখানে সফল হবেন। এমন আশা করাই যায় লক্ষ্যর এবারের খেলা দেখে।


আরও পড়ুন: অশান্তির আগুনে জ্বলন্ত বাংলাদেশ, পদ্মাপারে আদৌ হবে বিশ্বকাপ! সাফ জানিয়ে দিল ICC


এদিন ১৪০ কোটি ভারতীয়র প্রত্য়াশা ছিল বছর বাইশের উত্তরাখণ্ডের শাটলারের উপর। সেমিফাইনালে উঠেও ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হারতে হয়েছিল তাঁকে। সোনা-রুপোর আশা ছেড়ে, দেশবাসী চেয়েছিলেন লক্ষ্য, মালয়েশিয়ার লি জি জিয়াকে হারিয়ে (Lakshya Sen vs Lii Zii Jia) ব্রোঞ্জ নিয়েই ফিরুন। এর পাশাপাশি প্রথম ভারতীয় পুরুষ হিসাবে অলিম্পিক্স ব্যাডমিন্টনে পদক জিতে ইতিহাস লিখুন। কিন্তু পারলেন না  লক্ষ্য। খালি হাতেই তাঁকে ফিরতে হচ্ছে দেশে।


এদিন ব্রোঞ্জ পদকের লড়াই চলল ১ ঘণ্টা ১১ মিনিট। ২১-১৩, ১৬-২১, ১১-২১ ব্যবধানে হেরে গেলেন লক্ষ্য। শুরুতে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীকে ফিকে দেখালেও, পরে তাঁর আগুনে সব স্ম্যাশের সামনে লক্ষ্য়কে দিশাহীন দেখাল। লক্ষ্য প্রথম গেম জেতার পর থেকেই লক্ষ্যকে ধীরে ধীরে লক্ষ্যহীন দেখাচ্ছিল। আর বাস্তবে সেটাই হয়। লক্ষ্য যে অলিম্পিক্স পদক জয়ের অন্য়তম দাবিদার সেকথা খোদ অ্যাক্সেলসেন তাঁর সম্বন্ধে বলে গিয়েছেন। দেখতে গেলে পাঁচবারের চেষ্টায় ৩৭ বছর বয়সে এসে, জীবনের প্রথম অলিম্পিক্স সোনা জিতেছেন নোভাক জোকোভিচ। লক্ষ্য তো এখন সবে ২২।


শেষপর্যন্ত এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টন থেকে ভারতের প্রাপ্তি শূন্য়।


আরও পড়ুন: ঝুলিতে ৪২ হাজার রান! ব্রিটিশ নক্ষত্রের প্রয়াণে হতবাক বাইশ গজ, মৃত্যুর কারণ অজানা


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)