কোচের জন্য সোমবার ইন্টারভিউ দিচ্ছেন লালচাঁদ রাজপুত
গ্রেগ চ্যাপেলকে সরিয়ে দেওয়ার পর হতশ্রী ভারতীয় দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল লালচাঁদ রাজপুতকে। আর দায়িত্ব নিয়েই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। সেই সাফল্যকে হাতিয়ার করেই সোমবার ভারতীয় কোচের পদে ইন্টারভিউ দিতে বসছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার।
ওয়েব ডেস্ক : গ্রেগ চ্যাপেলকে সরিয়ে দেওয়ার পর হতশ্রী ভারতীয় দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল লালচাঁদ রাজপুতকে। আর দায়িত্ব নিয়েই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। সেই সাফল্যকে হাতিয়ার করেই সোমবার ভারতীয় কোচের পদে ইন্টারভিউ দিতে বসছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার।
আরও পড়ুন- ফের ভারতে কোচিং ইনিংস শুরু হতে পারে শেন ওয়ার্নের
তবে কোনওমতেই রবি শাস্ত্রী ও বীরেন্দ্র সেওয়াগকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে ভাবতে রাজি নন রাজপুত। যদিও পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুসি তা মানতে নারাজ। রাজপুতের পরিস্কার কথা যাকে দায়িত্ব দিলে ভারতীয় ক্রিকেটের মঙ্গল হবে তার হাতেই দায়িত্ব দেওয়া উচিত বোর্ডের।