নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ লড়াইয়েও শেষ রক্ষা হল না। কর্কট রোগ কেড়ে নিল স্ত্রীকে। প্রিয় বিয়োগে আবেগ ঘন টুইটে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান লিখলেন, “তুমিই ছিলে আমার জীবন, আমার জার্নি। কঠিন পরিস্থিতি লড়তে শিখিয়েছ তুমি। জান, শান্তিতে বিশ্রাম কর।”  




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ললিত মোদীর স্ত্রী মিনাল মোদী অনেক দিন ধরেই ক্যানসারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। বিদেশে তাঁর চিকিত্সাও চলছিল। তবে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হারতেই হল তাঁকে। ৬৪ বছর বয়সেই চলে গেলেন মিনাল মোদী।     


আরও পড়ুন- হৃদযন্ত্র প্রতিস্থাপনের পরেও ম্যারাথনে দৌড়ে নজির কলকাতার রূপায়ণের


প্রসঙ্গত, ১৯৯১ সালের অক্টোবর মাসে বিয়ে হয়েছিল ললিত ও মিনালের। এটি  ছিল মিনালের দ্বিতীয় বিয়ে। মিনালের প্রথম বিয়ে হয়েছিল জ্যাক সাগরানির সঙ্গে। প্রথম পক্ষে একটি সন্তানও রয়েছে তাঁদের। দ্বিতীয় পক্ষে দুটি সন্তানেরজন্ম দিয়েছিলেন তিনি। মাতৃ বিয়োগে শোকাহত তাঁর সন্তানদ্বয় রুচির ও আলিয়াও।