দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়  সব কিছু ঠিকঠাক এগোলে ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরসুমে ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়দের ত্রিপুরা দলের প্রধান কোচ হতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। লাল ও সাদা বলে ত্রিপুরা ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার পথে তাঁকেই পছন্দ ত্রিপুরা ক্রিকেট সংস্থার কর্তাদের। আগামী মাসেই ত্রিপুরা উড়ে এসে ঋদ্ধিদের দলের দায়িত্ব নিতে পারেন ক্লুজনার। এমনই খবর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মরসুমে ঋদ্ধিমান সাহা ও সুদীপ চট্টোপাধ্যায়কে দলভুক্ত করার পরে ত্রিপুরা ক্রিকেট সংস্থা আসন্ন মরসুমেও শক্তিশালী দল গঠন করতে চায়। লাল বলে রঞ্জি ট্রফি ও সাদা বলে মুস্তাক আলি টি-টোয়েন্টি ও বিজয় হাজারে ট্রফিতে (৫০ ওভার) ভাল ফল করতে চায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। সেই কারণেই এই পরিকল্পনা। 


জানা গিয়েছে, এ বার এই লক্ষ্যে এগোতে গিয়েই রাজ্য ক্রিকেট সংস্থার জন্য কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই ঋদ্ধি ও সুদীপের সঙ্গে চুক্তি নবীকরণ করে ফেলেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ঋদ্ধিদের কোচ হওয়ার জন্য ইতিমধ্যেই ত্রিপুরা ক্রিকেট সংস্থার কাছে আবেদন করেছেন রমেশ পাওয়ার, বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের প্রাক্তন কোচ ডেভ হোয়াটমোরেরা। সেই তালিকায় আছেন  ১৯৯৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের সম্মান পাওয়া দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার।


সূত্রের খবর, কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্রাক্তন অলরাউন্ডার ক্লুজনারকেই পছন্দ ত্রিপুরা ক্রিকেটের কর্তাদের। ক্লুজনার অতীতে আইপিএলে দিল্লি ও মুম্বইয়ের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও রাজশাহী ও খুলনার দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ক্রিকেটারের। এ ছাড়াও আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে ক্লুজনার কাজ করেছেন ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। ফলে উপমহাদেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ক্লুজনারের।


আরও পড়ুন: Team India | WTC Final: বিরাট ধাক্কা ভারতীয় দলে, মহাযোদ্ধা ছিটকে গেলেন বিশ্বযুদ্ধ থেকে! বুক ভাঙল রোহিতদের


ত্রিপুরা ক্রিকেট সংস্থার বাইস প্রেসিডেন্ট তিমির চন্দকে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, "চলতি মরসুমে আমরা ভাল ফল করতে চাই ঘরোয়া ক্রিকেটে। সে কারণেই ভাল কোচ নিয়োগ করতে চাই ঋদ্ধিমানদের জন্য। ক্লুজনার আমাদের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। ত্রিপুরা ক্রিকেটের সিনিয়র ও জুনিয়র-সহ সব বিভাগের দায়িত্ব নিয়ে প্রধান কোচ হওয়ার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। মৌখিক কথাবার্তা হয়ে গিয়েছে। এ বার আমরা ই-মেলে তাঁর সম্মতির অপেক্ষায় রয়েছি। তার পরে আমাদের চুক্তির শর্ত নিয়ে কথা চূড়ান্ত হলেই ত্রিপুরার কোচ হবেন ক্লুজনার। এ মাসের শেষের দিকে বা জুনের শুরুতে ত্রিপুরায় এসে কথা বলতে পারেন তিনি। ঋদ্ধিদের কোচ হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন।"



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)