ওয়েব ডেস্ক: ৬৬ বছর পর আবার এরকম কোনও টেস্ট হল অস্ট্রেলিয়ার মাটিতে। হোবার্ট টেস্টে এমন অনেক কিছুই হল, যেগুলো মানুষের মনে থাকবে দীর্ঘদিন। গোটা একদিন হোবার্ট টেস্ট পুরো ধুয়ে গিয়েছে বৃষ্টির জন্য। বিষয়টা ব্যতিক্রমীই বটে। এছাড়াও হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে মোট ১৬ বার কোনও ব্যাটসম্যান দুই অংকের সংখ্যার রানে পৌঁছতে পারেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অস্ট্রেলিয়াকে তাদের দেশেই একেবারে লজ্জায় ফেলে দিল দক্ষিণ আফ্রিকা!


এছাড়াও ৬৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে কম বলের টেস্ট ম্যাচ আয়োজন হল! হ্যাঁ, হোবার্ট টেস্টে তিন ইনিংস মিলিয়ে মোট বল হল ১৯৩.৫ ওভার! টেস্টে একদিনেই বল হয় ৯০ ওভার। সেখানে একটা গোটা টেস্ট ম্যাচ কিনা শেষ হয়ে গেল ১৯৩.৫ ওভারে! না, এমন ঘটনা, ১৯৫০ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে আর কখনও ঘটেনি। ১৯৫০ সালে শেষবার ব্রিসবেনে এর থেকে কম ওভার খেলা হয়েছিল কোনও টেস্টে। অ্যাসেজ সিরিজের সেই টেস্টে খেলা হয়েছিল মাত্র ১২৯.২ ওভার!


আরও পড়ুন  নিজেদের গড়া ১১২ বছরের রেকর্ড ছুঁলো অস্ট্রেলিয়া!