জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঞ্জি ট্রফি ফাইনালের ( Ranji Trophy Final 2023, BEN vs SAU) তৃতীয় দিনের খেলা শেষ। ম্যাচে কামব্যাক করলেন বাংলার ক্রিকেটাররা। নেপথ্যে সেই বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ মজুমদার এবং বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারি। দিনের শেষে বাংলা পিছিয়ে রয়েছে ৬১ রানে। হাতে রয়েছে হাফ ডজন উইকেট। ৫৭ রানে অপরাজিত রয়েছেন মনোজ এবং তাঁকে ১৩ রানে সঙ্গ দিচ্ছেন শাহাবাজ আহমেদ।  ৬১ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অনুষ্টুপ। অনেকেই মনে করছেন যে, বাংলার পক্ষে আর ফাইনাল ল্যাপ পার করা সম্ভব নয়। শেষ হাসি হাসবে সৌরাষ্ট্র। তবে হাল ছাড়ছেন না বাংলার বহু যুদ্ধের যোদ্ধা ও মনোজদের কোচ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। টিমের 'বড়দা' হাল ছাড়তে নারাজ। ম্যাচের পর দলকে তাতানোর বার্তা দিয়ে দিলেন লক্ষ্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনRanji Trophy Final 2023, BEN vs SAU: মনোজ-অনুষ্টুপের লড়াইয়ের পরেও উনাদকাটদের রঞ্জি হাতে তোলা সময়ের অপেক্ষা


ম্যাচের পর বাংলার কোচ লক্ষ্মীরতন বলেন, 'এখনও তো অনেক পথ যাওয়া বাকি, ম্যাচের এখনও দু'দিন বাকি রয়েছে। মনোজ এবং অনুষ্টুপ অত্যন্ত দায়িত্ব নিয়ে ব্যাট করেছে।  আমি প্রথম ম্যাচ থেকেই একটা কথা বলে আসছি যে, লম্বা রাস্তা, ধীরে ধীরে এগোতে হবে আমাদের।' ইডেনে লড়াই চালিয়ে যাচ্ছেন মনোজ- শাহবাজ। তাঁদের ব্যাটেই ফিরে আসার স্বপ্ন দেখছে বাংলার ক্রীড়াপ্রেমীরা। কিন্তু প্রশ্ন হল সব স্বপ্ন কি সত্যি হয়! কারণ স্কোরবোর্ড বলছে বাংলা ১৬৯ রানে ৪ উইকেট। সৌরাষ্ট্র এগিয়ে ৬১ রানে। চতুর্থ দিনের প্রথম সেশন কাটাতে পারলে হয়তো আশার আলো জ্বলে উঠতে পারে। সেটা না হলে, আরও একরাশ হতাশাই তোলা থাকবে। এখন দেখার বাংলা অলৌকিক কিছু ঘটাতে পারে কি না! কারণ ক্রিকেটে সবই সম্ভব।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)