জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) আইপিএলে (IPL) দু'টি প্রিয় দল আছে। একটি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অন্যটি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মুম্বইয়ের বাসিন্দা বলে তিনি বেছে নিয়েছেন এমআই (MI)। আর সিএসকে বেছে নেওয়ার কারণ অবশ্য়ই এমএস ধোনি ( MS Dhoni)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একথা আজ প্রায় সকলেরই জানা যে, গাভাসকর নিঃসন্দেহে একজন ধোনিভক্ত। যা তিনি নিজেই বলেছেন বহুবার। এমনকী সানি এও বলেছেন যে, তিনি মৃত্য়ুর আগে যদি কিছু দেখে শান্তিতে পৃথিবী ছাড়তে চান, তাহলে সেটি হবে ধোনির ছয় মেরে ভারতকে বিশ্বকাপ জেতানোর দৃশ্য়। এহেন সানি এবার আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে বললেন যে, কেন ধোনিকে Thala For A Reason বলা হয়। তামিলে থালা শব্দের অর্থ দলের প্রধান। আর কেন ধোনিই থালা তা আরও একবার বুঝিয়ে দিলেন সানি। 


আরও পড়ুন: WATCH | MS Dhoni: 'ভগবান' দর্শনের পণ, দেননি তিন মেয়ের স্কুল ফিজ, টিকিটে খরচ করলেন...টাকা!


সানি বলেন, 'দেখুন ভিন্ন দেশ ও ভিন্ন শহর থেকে প্লেয়াররা আইপিএল খেলতে আসে। সকলকে একত্রিত করতে হয়, লক্ষ্য় একটাই-ট্রফি জয়। এই ছয় সপ্তাহে আমাদের টুর্নামেন্ট জিততে হয়। এর জন্য় কিছু সেরা প্লেয়ারদের প্রয়োজন হয়। কিছু প্লেয়ারকে সে কারণে মাঠের বাইরে রাখতে হয়। কিন্তু কখনই তাদের এটা মনে করতে দেওয়া যাবে না যে, তা কোনও কাজের নয়। তাদের দলের অবিচ্ছেদ্য় অঙ্গ হিসেবেই রাখতে হয়। এই সব গুণই তো রয়েছে এমএসডি-র। এই কারণেই তো আমরা বলি থালা ফর আ রিজন'! পঞ্চম বার আইপিএল জেতার পরেই ধোনি গোটা মাঠের চক্কর দিয়েছিলেন। আর ঠিক তখনই সাইডলাইন থেকে ধোনির কাছে ছুটে গিয়েছিলেন গাভাসকর। এরপর তিনি ধোনির হাতে মার্কার গুঁজে দেন। গাভাসকরের জামার উপর সই করে দিয়েছিলেন সিএসকে অধিনায়ক। এই দৃশ্য় আজও ভোলেননি ফ্য়ানরা।


ধোনিকে নিয়ে আর নতুন করে সত্যিই কিছু বলার নেই। কে বলবেন মানুষটা পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন। তিনি ভারতীয় দলে প্রাক্তন। পেশাদার ক্রিকেট বলতে শুধু বার্ষিক আইপিএল। জনপ্রিয়তায় এক ফোঁটা ভাটা তো পড়েনি। বলা যায় তাঁকে দেখার জন্য় অনুরাগীদের দিনের পর দিন ঢল বাড়ছে। গোটা গ্য়ালারির রঙ হলুদ হয়ে যায়। 


আরও পড়ুন: WATCH | Osama Vinladen: লাদেন ফুটবল খেলেন, তাঁর ভাই আবার সাদ্দাম হুসেন! না চমকে স্রেফ ক্লিক করুন



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)