নিজস্ব প্রতিবেদন : কথা মতো প্যারাশুট রেজিমেন্টে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পোস্টিং কাশ্মীরে। ১০৬ টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়ান(প্যারা)-এ যোগ দিয়েছেন এমএসডি। যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



সূত্র মারফত্ জানা গিয়েছে, ৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট কাশ্মীরে প্রশিক্ষণ চলবে মহেন্দ্র সিং ধোনির। অন্যান্য সেনা জওয়ানদের মতোই ধোনিও পেট্রোলিং অর্থাত্ টহলদারি এবং পাহারা দেওয়ার কাজ করবেন। এই দুই মাস সেনাদের মতো করেই জীবন কাটাবেন তিনি।



২০১১ সালে ধোনিকে প্যারাশুট রেজিমেন্টের লেফটেনেন্টে কর্নেল পদে সম্মানিত করে ভারতীয় সেনা। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িন তিনি। অবসর প্রশ্নে জল ঢেলে দিয়ে এমএসডি জানিয়ে দেন, আগামী দু'মাস তিনি ক্রিকেট খেলবেন না। ক্রিকেট থেকে ছুটি নিয়ে আগামী দু'মাস টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন বলে জানান ৩৮ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি।  


আরও পড়ুন - বিরাটের অনুরোধে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন মহেন্দ্র সিং ধোনি?