IPL2019, KKRvSRH: বিদ্যুত্ বিভ্রাট! ফের আঁধারে মুখ ঢাকল ক্রিকেটের নন্দনকানন
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আবার ফিরে এল ইডেন গার্ডেন্সে।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এর ম্যাচ চলাকালীন ফের অন্ধকারে ডুবল ইডেন গার্ডেন্স। রবিবার ইডেনে কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচ চলাকালীন হাইকোর্ট প্রান্তের বাতিস্তম্ভের কিছু আলো বন্ধ হয়ে যায়। প্রায় মিনিট কুড়ি খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও একই ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আবার ফিরে এল ইডেন গার্ডেন্সে। এবারও সেই হাইকোর্ট প্রান্তের বাতিস্তম্ভে আলো নিভল। ইডেন গার্ডেন্সের ফ্লাডলাইটের সংস্কারের পরেও একই ঘটনা দেখা দিল। হায়দরাবাদের ইনিংস নির্বিঘ্নেমিটলেও কলকাতার ইনিংস চলাকালীন ১৬তম ওভারে হঠাৎ আলো কমে যাওয়ায় খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ওভারের তৃতীয় বল করতে যাচ্ছিলেন রশিদ খান। সেই সময় স্ট্রাইকিং এন্ডে থাকা নীতিশ রানা হঠাত্ দেখান হাইকোর্ট প্রান্তের বাতিস্তম্ভের কিছু আলো নিভে গিয়েছে। কেকেআর তখন ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছে। ঘড়ির কাঁটায় সময় তখন ৭:১৮ মিনিট। বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ হওয়ায় কেকেআর স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে নেয়৷ নির্ধারিত আড়াই মিনিটে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুরোপুরি সমস্যা মিটে গেলে ফের সাড়ে সাতটা নাগাদ খেলা শুরু হয় আবার। আর তার পরেই ইডেনে রাশেল ঝড় দেখা দিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় কলকাতা। সর্টসার্কিটের কারণেই বাতিস্তম্ভের কয়েকটি আলো নিভে যায় বলে সরকারিভাবে জানানো হয়েছে।
আরও পড়ুন - IPL 2019: রাশেল ঝড়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারাল কলকাতা