ওয়েব ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে এক-দু'ধাপ নয়, একেবারে ১৭ ধাপ পিছনে ফেললেন লিওনেল মেসি! হ্যাঁ, ঠিকই পড়লেন। ভাবছেন, কী বিষয়ে? লা লিগার গত ৮৬টি মরশুমের ফুটবলারদের পারফরম্যান্স কাটাছেঁড়া করার পর এই রায়ই দিয়েছে সেন্টার ফর রিসার্চ অন হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস অফ স্প্যানিশ ফুটবল। তারা ৯০ বছর ধরে স্প্যানিশ ফুটবলে খেলা মোট ৯,২৮০ জন ফুটবলারের মধ্যে থেকে সেরা ফুটবলার হিসেবে বেঁছে নিয়েছেন লিওনেল মেসিকেই। এই ৯,২৮০ জন ফুটবলারের মধ্যে ৮৫৪ জন গোলকিপারও রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে মিঞাঁদাদ কী বলেছেন জানেন?


সেন্টার ফর রিসার্চ অন হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস অফ স্প্যানিশ ফুটবলের রায় অনুযায়ী, ৯০ বছরে স্প্যানিশ ফুটবলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। তিনি পেয়েছেন মোট ৫৪৫ পয়েন্ট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, রাউল গঞ্জালেস। তাঁর পয়েন্ট ৫২৮।সিজার রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর পয়েন্ট ৫২৪। চার নম্বরে রয়েছেন জারা। তাঁর পয়েন্ট ৪৯৩। আর পঞ্চম স্থানে থাকা কুইনি পেয়েছেন ৪৮৮ পয়েন্ট। এই তালিকায় রিয়েল মাদ্রিদের পর্তুগিজ ফুটবলার রোনাল্ডো রয়েছেন ১৭ নম্বরে। তাঁর পয়েন্ট ৪১৫।


আরও পড়ুন  জীবনের শেষ দৌড়ে ব্রোঞ্জ জেতার পর বোল্টকে নিয়ে কী বললেন বিরাট কোহলি?