নিজস্ব প্রতিবেদন: খারাপ খবর প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain) শিবিরে। হাঁটুর চোটের জন্য মেত্জের বিরুদ্ধে খেলতে পারেননি লিওনেল মেসি (Lionel Messi)। এখন জানা গিয়েছে শনিবার মন্টপেলিরের (Montpellier) বিরুদ্ধেও খেলতে পারবেন না 'এল এম টেন'। লিয়ঁর (Lyon) বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ফলে পিএসজির হয়ে গোল করার অপেক্ষা আরও বাড়ল মেসির। শুধু তাই নয়, আগামী সপ্তাহে ম্যাঞ্চেস্টার সিটি-র (Manchester City) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Chhampions League) অভিযানে নামবে পিএসজি। সেই ম্যাচেও মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেসির চোট নিয়ে হেড কোচ মরিসিও পচেত্তিনো (Mauricio Pochettino) বলেন, "চোট লাগার পর সাইড লাইনে বসে হাঁটুর দিকে তাকিয়েছিল মেসি। তখনই বুঝেছিলাম এই চোট ওকে ভোগাতে পারে। চোট-আঘাত এড়াতেই মেসিকে তুলে নিয়েছিলাম। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ওকে রক্ষা করা আমাদের কর্তব্য। তবে প্রতি মুহূর্তে দলের মেডিক্যাল টিম ওর দিক নজর রাখছে। ওকে খুব দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা চলছে।" 


আরও পড়ুন: SC East Bengal: সহকারি কোচ বেছে নিল ইস্টবেঙ্গল, এবারও রিয়াল মাদ্রিদ কানেকশন!


লিয়ঁর বিরুদ্ধে লিগ ওয়ানের (League One) শেষ ম্যাচে ৭৬ মিনিটে মেসিকে তুলে নেন পচেত্তিনো। কোচের সিদ্ধান্ত তখন মেনে নিতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। পচেত্তিনোর সঙ্গে হাত না মিলিয়েই বেঞ্চে গিয়ে বসে পড়েন মেসি। সেটা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়। 


তবে মেসি কোচের প্রতি প্রকাশ্যে ক্ষোভ দেখালেও তাঁর এমআরআই রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। রিপোর্টে দেখা যায় হাঁটুর হাড়ে ক্ষত রয়েছে। ফলে আপাতত বিশ্রামের প্রয়োজন তাঁর। চোট পর্যবেক্ষণের পরই মাঠে নামবেন মেসি। তাই ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে মেসি মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)