জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে 'সোনার মন'! বিশ্বকাপজয়ী (FIFA World Cup 2022) সতীর্থদের জন্য এবার বিশেষ পুরস্কার দিচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপজয়ী দলের সব ফুটবলার ও হেড কোচ লিওনেল স্কালোনি-সহ (Lionel Scaloni) সব সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৩৫ সদস্যের জন্য ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন (IPhones) অর্ডার করেছেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক। ডিজাইনকারী সংস্থা আইডিজাইনের ইনস্টাগ্রামেও সেই সোনার আইফোনের একাধিক ছবি পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ছবিগুলো ভাইরাল হতে সময় লাগেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতিবেদনে বলা হয়, সোনা দিয়ে তৈরি এই আইফোনগুলো কিনতে মেসির নাকি ১ লাখ ৭৫ হাজার ইউরো খরচ হবে। সেই আইফোনগুলোর ছবি সামনে এসেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন। ছবিতে দেখা যায়, সোনায় মোড়ানো মুঠোফোনগুলোর পিছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, আর্জেন্টিনা ফুটবল দলের লোগো, ফুটবলারদের নাম ও জার্সি নম্বর খোদাই করা হয়েছে। সতীর্থদের উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও সোনায় মোড়ানো আরও একটি আইফোন কিনেছেন এল এম টেন। 



দ্য সান-এর দাবি, মেসি বিশ্বকাপ জয় উদযাপন করতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও বেন বলেছেন, "লিওনেল শুধু বড় তারকাই নন, তিনি আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। তিনি বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপরেই আমরা পুরো আর্জেন্টিনা দলের জন্য এমন ৩৫টি সোনার আইফোন তৈরি করেছি।" 


আরও পড়ুন: Lionel Messi: মেসিদের পিএসজি-র মালিকের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু


আরও পড়ুন: Just Fontaine Death: ৮৯ বছরে চিরঘুমে গেলেন এক বিশ্বকাপে ১৩ গোল করা জাস্ট ফন্টেন



বেন ফের যোগ করেন, "মেসি বলেছিলেন যে বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান। তিনি সহকর্মীদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান। কিন্তু সাধারণ উপহার দিতে চান না। তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনি এই বিষয়টি পছন্দ করেছিলেন। তারপর বাকিটা ইতিহাস।" 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)