Just Fontaine Death: ৮৯ বছরে চিরঘুমে গেলেন এক বিশ্বকাপে ১৩ গোল করা জাস্ট ফন্টেন

পরবর্তী সময় ফ্রান্স, পিএসজি, তুলুস, মরোক্কোর ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি। ২০০৪ সালে ১২৫ জন শ্রেষ্ঠ জীবিত খেলোয়াড়ের তালিকায় স্থান পান। সেই ঘোষণা করেছিলেন 'ফুটবল সম্রাট' পেলে। ২০০৩ সালে গত পঞ্চাশ বছরে ফ্রান্সের সেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন ফন্টেন।  

Updated By: Mar 1, 2023, 05:57 PM IST
Just Fontaine Death: ৮৯ বছরে চিরঘুমে গেলেন এক বিশ্বকাপে ১৩ গোল করা জাস্ট ফন্টেন
জাতীয় দলের জার্সি হাতে জাস্ট ফন্টেন। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালের নিয়মে থেমে গেলেন ফ্রান্সের (France) কিংবদন্তি ফুটবলার জাস্ট ফন্টেন (Just Fontaine)। ১৯৫৮ সালের বিশ্বকাপে (1958 World Cup) ১৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। এক বিশ্বকাপে সব চেয়ে বেশি গোল করার নজির তাঁরই। মাত্র ৬টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন সদ্য প্রয়াত। এহেন ফন্টেন ৮৯ বছর বয়সে প্রয়াত হন।

অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে ফন্টেন চলে এসেছিলেন পাদপ্রদীপের আলোয়। ১৯৫৮ সালের বিশ্বকাপে ফন্টেনের ফ্রান্স সেমি ফাইনালে হেরে গিয়েছিল ব্রাজিলের কাছে। কিন্তু সেবারের বিশ্বকাপে ১৩টি গোল করেছিলেন। ১৯৫৮ সালের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করার জন্য ২০১৪ সালের বিশ্বকাপে তাঁকে 'গোল্ডেন বুট' সম্মান দেওয়া হয়েছিল। রোনাল্ডোর হাত থেকে সেই সম্মান গ্রহণ করে ফন্টেন বলেছিলেন, "এই সোনার জুতো পেয়ে আমি গর্বিত। এটা অনন্য। আমি নিজেও অনন্য। আর যার হাত থেকে এই সম্মান গ্রহণ করলাম, সেও সব দিক থেকেই অনন্য।"  

আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: রবীন্দ্র জাদেজা চার উইকেট নিলেও, কঠিন পিচে ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

আরও পড়ুন: Laxmi Ratan Shukla: বাংলার সুদীপ-আকাশের প্রতি বঞ্চনা, হতাশ হয়ে ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মী রতন শুক্লা

মরোক্কোয় জন্মগ্রহণ করেছিলেন ফন্টেন। তবে ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। ইউএসএম কাসাব্লাঙ্কার হয়ে ৪৮টি ম্যাচ থেকে ৬২টি গোল করেন। নাইসের হয়ে ৬৯টি ম্যাচে ৪২টি গোল। রেইমসের হয়ে ১২২টি গোল করেন ১৩১টি ম্যাচে। ফ্রান্সের নীল জার্সিতে ২১টি ম্যাচে ৩০টি গোল লেখা তাঁর নামের পাশে। দুর্ভাগ্যজনকভাবে ফন্টেনের কেরিয়ার শেষ হয় মাত্র ২৮ বছর বয়সে। চোটের জন্যই তাঁর কেরিয়ার খুব কম বয়সে থেমে যায়। 

যদিও এরপরেও কিন্তু ফন্টেনের নাম অমিলন হয়নি। পরবর্তী সময় ফ্রান্স, পিএসজি, তুলুস, মরোক্কোর ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি। ২০০৪ সালে ১২৫ জন শ্রেষ্ঠ জীবিত খেলোয়াড়ের তালিকায় স্থান পান। সেই ঘোষণা করেছিলেন ফুটবল সম্রাট পেলে। ২০০৩ সালে গত পঞ্চাশ বছরে ফ্রান্সের সেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন ফন্টেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.