Lionel Messi And Diego Maradona: `আইডল` মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে পরবর্তী বিশ্বকাপ খেলার জল্পনা উসকে দিলেন মেসি
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। বর্তমানে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। আগামী তিন বছরে আমেরিকায় ফুটবল খেলার ধরন সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়বে তাঁর। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন মেসি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালের বিশ্বকাপের (FIFA World Cup 2026) সময় তাঁর বয়স হবে ৩৯। সেটা মনে রেখেই হয়তো কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতার পরেই লিওনেল মেসি (Lionel Messi) জানিয়ে দিয়েছিলেন আমেরিকার (America) বিশ্বকাপে তাঁকে আর আর্জেন্টিনার (Argentina) জার্সি গায়ে দেখা যাবে না। তখন অনেকেই মনে করেছিলেন মেজর লিগ সকারের (Major League Soccer) অন্যতম ক্লাব ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে খেলেই তিনি বুটজোড়া তুলে রাখবেন। কিন্তু 'এল এম টেন'-এর (LM 10)নতুন কীর্তি দেখে গোটা ফুটবল দুনিয়া চমকে গিয়েছে। বিশ্বকাপের মঞ্চে তাঁর খেলা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
কিন্তু কী এমন ঘটল? আসলে এই গুঞ্জনের নেপথ্যে রয়েছে আর্জেন্টিনার মহাতারকার একটি ইনস্টা স্টোরি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি ছবি পোস্ট করেন মেসি। ১৯৯৪ সালে দিয়েগো মারাদোনা (Diego Maradona) যে জার্সি পরে বিশ্বকাপ খেলেছিলেন, সেই জার্সি পরেই হাসিমুখে ছবি তোলেন মেসি। সেই ছবি দেখেই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি পূর্বসুরির মতো আবারও মেগা টুর্নামেন্টে নামতে চলেছেন বিশ্বকাপজয়ী মহাতারকা? যদিও পুরোটাই মেসিভক্তদের নিজস্ব জল্পনা বলেই জানা গিয়েছে। তবে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।
আরও পড়ুন: Manipur Violence: মণিপুরের হিংসার আগুনে পুড়ে ছাই সুনীলের ভারতীয় দলের সতীর্থ চিংলেনসানার বাড়ি
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। বর্তমানে মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। আগামী তিন বছরে আমেরিকায় ফুটবল খেলার ধরন সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়বে তাঁর। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। সবমিলিয়ে, নিজের সিদ্ধান্ত বদল করে আবারও বিশ্বকাপে নামবেন মেসি, সেই স্বপ্নেই বিভোর তাঁর ভক্তরা।