ওয়েব ডেস্ক: বিশ্বের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে রোনাল্ডোর কাছে হারতে হয়েছিল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও দলকে তুলতে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। ইদানিং প্রায়ই তাকে শুনতে হচ্ছিল যে সেরা ফর্মের মেসি এখন অতীত। সব প্রশ্নের জবাবের যেন রবিবারের এল ক্লাসিকোকেই বেছে নিয়েছিলেন মেসি। ব্যক্তিগত দ্বৈরথে রোনাল্ডোকে শুধু টেক্কাই দিলেন না,এল ক্লাসিকোয় জোড়া গোল করে বার্সেলোনার জার্সিতে পাঁচশো গোল করার নজির গড়ে ফেললেন আর্জেন্টিনীয় সুপারস্টার।  এক নজরে দেখে নেব বার্সার জার্সিতে  মেসির পাঁচশো গোলের পরিসংখ্যান---


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করল নিউজিল্যান্ড


লা লিগা-৩৪৩
চ্যাম্পিয়ন্স লিগ-৯৪
কোপা দেল রে-৪৩
স্প্যানিশ সুপার কাপ-১২
ক্লাব বিশ্বকাপ-৫
ইউরোপিয়ান সুপার কাপ-৩


আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করল শ্রীলঙ্কা


একত্রিশ গোল করে এই মুহুর্তে লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি। চলতি মরসুমে চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ  গোলদাতাও LM10। সব প্রতিযোগীতা মিলিয়ে মেসির নামের পাশে ছেচল্লিশ ম্যাচে সাতচল্লিশ গোল। মেসি ভক্তরা বলছেন,এত  পরও কি বলা হবে আর্জেন্টিনীয় তারকা তার সেরা খেলাটা খেলে ফেলেছেন।