মেসির গোলে লা লিগায় ৬০০০ গোল বার্সেলোনার
বার্সেলোনাকে ম্যাচের শুরুতে `গার্ড অব অনার` দেয় আলাভেস।
নিজস্ব প্রতিবেদন : জয় দিয়েই লা লিগা অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে নূ ক্যাম্পে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারাল বার্সা। জোড়া গোল বার্সা অধিনায়ক লিওনেল মেসির। অন্য গোলটি করেন ব্রাজিলিয় তারকা ফিলিপে কৌতিনহো।
আরও পড়ুন - রাহুলের নতুন প্রেমিকা সোনম ?
গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন ও গত সপ্তাহে সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনাকে ম্যাচের শুরুতে 'গার্ড অব অনার' দেয় আলাভেস। শনিবার নূ ক্যাম্পে শুরু থেকেই ম্যাচের রাশ ছিল বার্সেলোনার হাতে। কিন্তু প্রথমার্ধে আলাভেস ডিফেন্সে সব আক্রমণই থেমে যায়। অবশ্য দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে বার্সেলোনার এটি ৬০০০ তম গোল। ২০০৯ সালে ৫০০০ তম গোলটিও এসেছিল মেসির পা থেকেই।
এদিন হয়তো হ্যাটট্রিক পেয়েই যেতেন মেসি। এর ঠিক মিনিট দু'য়েক বাদেই তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ক্রমাগত চাপে রাখা আলাভেসের বিরুদ্ধে, ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বার্সেলোনা। গোল করেন বার্সার ব্রাজিলিয় তারকা ফিলিপে কৌতিনহো। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন সেই লিও মেসি।