নিজস্ব প্রতিবেদন: বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জ্বলে উঠেছেন লিওনেল মেসি (Lionel Messi)। দেশের জার্সিতে সপ্তম আন্তর্জাতিক হ্যাটট্রিকে তিনি ইতিহাস লিখেছেন। মেসি টপকে গিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। আর্জেন্টিনার জার্সিতে ৭৯টি গোলে পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এলএম টেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:Lionel Messi: হ্যাটট্রিকে পেলেকে টপকে দক্ষিণ আমেরিকার ইতিহাসে মেসি





এই আনন্দের মৌতাতেও মেসি অঝোরে কাঁদলেন। কিন্তু কেন চোখের জল সামলাতে পারলেন না লিও? গত জুলাই মাসে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জিতেছিল নীল-সাদা জার্সিধারীরা। দেশের হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন মেসি। কিন্তু তারপর এই প্রথম ঘরের মাঠে খেলার সুযোগ পেল আর্জেন্টিনা। ফলে সমর্থকদের সামনেই কোপা ট্রফি নিয়ে ফের সেলিব্রেট করলেন মেসি-মারিয়ারা। আর দেশের মানুষগুলোকে চোখের সামনে দেখে আর্জেন্টিনার ভূমিপুত্র আবারও অশ্রুসজল হয়ে পড়লেন। তাঁর শাপমোচনের মুহূর্ত যেন ফিরে এল। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)