জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে সেরা ফুটবলার, লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? বিগত এক যুগেরও বেশি সময় ধরে, ফুটবলবিশ্বে এই আলোচনা চলছে এবং আবহমান কাল ধরেই চলবে। প্রাক্তন থেকে বর্তমান ফুটবল মহারথীদের কেউ কেউ এলএম টেনকে এগিয়ে রেখেছেন, কেউ কেউ বেছে নিয়েছেন সিআর সেভেনকে। আর্জেন্তাইন সুপারস্টার ও পর্তুগিজ জাদুকরের ফ্যানরা বেছে নেন তাঁদের আউডলকে। এ কথা স্বীকার করতে কোথাও কোনও সমস্যা নেই যে, ফুটবল গ্রহের সর্বকালের অন্যতম দুই সেরা মেসি ও রোনাল্ডো। তবে বিশ্বকাপ যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হয়, তাহলে কাতার বিশ্বকাপের (Quatar World Cup 2022) পর মেসিই এগিয়ে এক গোলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি গিনেস বিশ্ব রেকর্ড (Guinness World Record) জানিয়ে দিল যে, গিনেস বিশ্বরেকর্ডধধারী ফুটবলারদের মধ্যে এগিয়ে মেসিই। বিশ্বকাপ জয়ী 'ক্যাপ্টেন আর্জেন্টিনা' ৪১ বার গিনেস বিশ্বরেকর্ড করছেন। সেখানে পর্তুগালের ইউরো জয়ী অধিনায়কের ঝুলিতে রয়েছে ৪০টি গিনেস বিশ্বরেকর্ড। তিনে পোলিশ গোলমেশিন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। চারে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পাঁচে রয়েছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার দ্য জুনিয়র (Neymar)।


আরও পড়ুন: ISL: জল্পনার অবসান, আইএসএল স্বাগত জানাল নতুন ফ্র্যাঞ্চাইজিকে! ১২ নম্বর দল হল কারা?



মেসি বার্সেলোনায় ফিরলেন না। সৌদির ক্লাব আল হিলালেগিয়েও এশিয়ান ফুটবলের স্বাদ নিলেন না। মেসি খেলছেন মেজর লিগ সকারে। এলএমটেন এখন ইন্টার মায়ামির। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ডাকে সাড়া দিয়েই মেসি আমেরিকায়। অন্যদিকে পর্তুগালের হয়ে বিশ্বকাপের ব্যর্থতা ভুলে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলাকে দূরে সরিয়ে, ফের নতুন ইনিংস শুরু করেছেন রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দেখতে গেলে তাঁর হাত ধরেই সৌদিতে শুরু হয়েছে ফুটবল বিপ্লব। রোনাল্ডো আসার পরেই তাবড় ফুটবলারদের মরুদেশে আসার হিড়িক পড়েছে। করিম বেঞ্জেমা, সাদিও মানে, এ'গোলো কান্তে ও ফ্যাবিনহোরা এখন সৌদি প্রো লিগ খেলছেন।


আরও পড়ুন: Mohun Bagan | Durand Cup 2023: ডুরান্ড বোধনেই অভিযান শুরু সবুজ-মেরুনের, দল নিয়ে চমক রাখলেন কোচ



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)