জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) শনিবার পা দিচ্ছে সপ্তম দিনে। ভারতীয় সময়ে এদিন মধ্য রাতে লুসেল স্টেডিয়ামে মুখোমুখি লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা ও মেক্সিকো (Argentina vs Mexico)। আর এই ম্যাচেই মেসি স্পর্শ করবেন কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে (Diego Maradona)। ৩৫ বছরের মেসি এদিন বিশ্বকাপের আসরে ২১তম ম্যাচ খেলতে নামছেন। আর্জেন্টিনার হয়ে সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার নজির আছে প্রয়াত 'ফুটবল ঈশ্বর'-এর ঝুলিতেই। মারাদোনাও মোট চারটি বিশ্বকাপ মিলিয়ে খেলেছেন ২১টি ম্যাচ। মেসি যদিও তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন এদিন। মেসি অনেকদিন আগেই দেশের জার্সিতে সব চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়েছেন। কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা গল্প। মেসির জন্য অপেক্ষা করছে আরও একটি রেকর্ড। মেসি যদি এদিন মেক্সিকোর বিরুদ্ধে জালে বল জড়াতে পারেন, তাহলে বিশ্বকাপে তাঁর ও মারাদোনার গোলসংখ্যাও এক হয়ে যাবে। মারাদোনার বিশ্বকাপে রয়েছে ৮ গোল, মেসি করেছেন ৭ গোল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Argentina vs Mexico | FIFA World Cup 2022: সোজা কথায় জিততেই হবে মেসিদের, অন্যথায় কি আর্জেন্টিনার বিদায়?


আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের আসরে সর্বাধিক গোলশিকারি যাঁরা:
১) গ্যাব্রিয়েল বাতিস্তুতা। খেলেছেন ৯৪, ৯৮ ও ২০০২ বিশ্বকাপ। করেছেন ১০ গোল।
২) গিলেরমো স্ত্যাবিল। খেলেছেন ১৯৩০ বিশ্বকাপ। করেছেন ৮ গোল।
৩) দিয়েগো মারাদানো। খেলেছেন ৮২, ৮৬, ৯০ ও ৯৪ বিশ্বকাপ। করেছেন ৮ গোল।
৪) লিও মেসি। ২০০৬, ২০১৪, ২০১৮-র পর ২০২২ বিশ্বকাপ খেলছেন। করেছেন ৭ গোল।
৫) মারিও কেম্পেস। ১৯৭৮ বিশ্বকাপ খেলেছেন। করেছেন ৬ গোল।

 
সাতবারের ব্যালন ডি'অর জয়ি মেসি বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছেন যে, ২০২২ কাতার বিশ্বকাপই তাঁর শেষ!  ২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফির অত্যন্ত কাছে এসেও ছুঁয়ে দেখতে পারেননি। ব্রাজিলকে হারিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় পায় মারাদোনার দেশ। নীল-সাদা জার্সিতে ট্রফির খরা কাটিয়ে ছিলেন লিও। মেসিরা হাতে বিশ্বকাপ দেখার জন্য আশায় বুক বাঁধছেন মেসির গোটা বিশ্বের সমর্থকরা। এখন দেখার বাঁ-পায়ের জাদুকর ম্যাজিক করতে পারেন কিনা! ৮৬ সালে আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ পেয়েছিল মারাদোনার হাত ধরে। এতগুলো বছরেও আর্জেন্টিনার জেতা হয়নি কাপ। মেসিরা প্রথম ম্যাচ হেরে যাওয়ায়, পরের রাউন্ডে যাওয়ার লড়াই কঠিন করে ফেললেন। এখন ব্যাক-টু-ব্যাক পরের দুই ম্যাচ তাঁদের জিততে হবে বড় ব্যবধানে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)