ওয়েব ডেস্ক: ওস্তাদের মার শেষ রাতে। ইনজুরি টাইমে রিয়্যাল মাদ্রিদের স্বপ্ন চুরমার করে ফের একবার প্রমাণ করলেন লিওনেল মেসি।এল ক্লাসিকোয় ক্লাসিক ফিনিশ। খেলা শেষের দশ সেকেন্ড আগে মাদ্রিদের খেলা শেষ করে দিলেন LM টেন। রিয়্যালকে টেনে নামিয়ে ফের লা লিগা শীর্ষে বার্সেলোনা। রবিবার দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় দর্শকদের পয়সা উসুল। প্রতিটি সেকেন্ড কেটেছে টানটান উত্তেজনায়। ম্যাচের উনত্রিশ মিনিটে রিয়্যালের হয়ে গোল করেন ক্যাসেমিরো। তেত্রিশ মিনিটে সেই গোল শোধ করেন মেসি। হাফ টাইম পর্যন্ত খেলা ছিল ১-১। তিয়াত্তর মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ইভান Rackitick। বার্সেলোনা জিততে চলেছে ধরে নিয়ে ফ্যানরা যখন মাতোয়ারা, তখনই টুইস্ট। ছিয়াশি মিনিটে গোল শোধ করলেন রিয়্যালের জেমস রডরিগেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিরাটের দলকে বিরাটভাবে হারাল নাইটরা


নব্বই মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ম্যাচ। ম্যাচ ড্র রেখে মনস্তাত্বিকভাবে এগিয়ে থাকা। রিয়্যাল ফ্যানদের এই ফিল গুড এফেক্ট এলোমেলো করে দিলেন সেই মেসি। বিরানব্বই মিনিটে বার্সেলোনার হয়ে কেরিয়ারের পাঁচশোতম গোলটি করলেন তিনি। তারপরেই শেষ বাঁশি বেজে যায়। এল ক্লাসিকোয় ক্লাসিক ফিনিশের পর ফের লিগ টেবলের শীর্ষে বার্সেলোনা। তেত্রিশ ম্যাচে পঁচাত্তর পয়েন্ট তাদের। একটি কম ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়্যাল।তবে গোল পার্থক্যে পিছিয়ে তারা।


আরও পড়ুন  ত্রিশক্তি আর্থিক চুক্তি ইস্যুতে আইসিসিকে ধাক্কা দিতে মরিয়া বিসিসিআই