জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই রবির (রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট, রবীন্দ্র জাদেজা ৩ উইকেট) দাপটে ব্রেথওয়েট অ্যান্ড কোং মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষে ভারত রোহিত শর্মা (Rohit Sharma ) যশস্বী জয়সওয়ালের  (Yashasvi Jaiswal)। দৌলতে ভারত ২ উইকেটে ৩১২ রান তুলেছে। অভিষেক টেস্টেই ছাপ রেখেছেন যশস্বী। একেবারে স্বপ্নের অভিষেক করেছেন বছর একুশের উত্তরপ্রদেশের ক্রিকেটার। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত আছেন তিনি। কথায় বলে 'মর্নিং শোজ দ্য ডে'। প্রথম দিনেই যশস্বীর ব্য়াটিং মোহিত করেছিল ভারতীয় ক্রিকেট ফ্যান ও ক্রিকেট পণ্ডিতদের। ৭৩ বলে ৪০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করে ফেলেন যশস্বী। এই সেঞ্চুরির পর যশস্বী একাধিক রেকর্ডে নিজের নাম লিখে ফেললেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs West Indies: যশস্বী-রোহিতে সেঞ্চুরিতে রেকর্ডের পাহাড়ে ভারত, তিন নম্বরে ব্যার্থ গিল


দেখে নেওয়া যাক যশস্বী কী কী রেকর্ড করলেন:


১) যশস্বী ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেলেন। তালিকায় রয়েছেন লালা অমরনাথ (১১৮), দীপক শোধন (১১০), এজি কৃপাল সিং (১০০*), আব্বাস আলি বেগ (১১২), হনুমন্ত সিং (১০৫), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১৩৭), মহম্মদ আজহারউদ্দিন (১১০), প্রবীণ আমরে (১০৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৩১), বীরেন্দ্র শেহওয়াগ (১০৫), সুরেশ রায়না (১২০), শিখর ধাওয়ান (১৮৭), রোহিত শর্মা (১১৭), পৃথ্বী শ (১৩৪) ও শ্রেয়স আইয়ার (১০৫)


২) যশস্বী সপ্তম ভারতীয় ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পেলেন। তালিকায় আছেন আব্বাস আলি বেগ (ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ১১২), সুরিন্দর অমরনাথ ( নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে ১২৪), প্রবীণ আমরে ( দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে ১০৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ১৩১), বীরেন্দ্র শেহওয়াগ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্লোমফন্টেনে ১০৫), সুরেশ রায়না (শ্রীলংকার বিরুদ্ধে কলম্বোতে ১২০)


৩) টেস্ট অভিষেকে সর্বোচ্চ রানের ব্যাটিংয়ে যশস্বী টপকে গেলেন সৌরভকে। ২৭ বছর আগে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি। যশস্বী ১৪৩ রানে অপরাজিত রয়েছেন।


৪) ওপেন করতে নেমে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন যশস্বী। তালিকায় আছেন শিখর ধাওয়ান, পৃথ্বী শ। বাঁ-হাতি ওপেনার ধাওয়ান ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৭ করেছিলেন। পৃথ্বী ১৩৪ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালে।


৫) যশস্বী তৃতীয় ভারতীয় ব্য়াটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করলেন। রোহিত শর্মা (১৭৭), পৃথ্বী শ (১৩৪) রয়েছেন তালিকায়।


৬) যশস্বী ২১ বছর ১৯৭ দিনে সেঞ্চুরি করলেন। চতুর্থ কম বয়সি ভারতীয় হিসেবে টেস্ট অভিষেকে শতরানের স্বাদ পেলেন যশস্বী। তালিকায় আছেন পৃথ্বী শ (১৮ বছর ৩২৯ দিন), আব্বাস আলি বেগ (২০ বছর ১২৬ দিন), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (২০ বছর ২৬৭ দিন)।


৭) যশস্বী আরও একটি টেস্ট রেকর্ড করেছেন। টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বল খেললেন যশস্বী। ৩৫০ বলে শতরান এসেছে তাঁর। ১৯৮৪ সালে মহম্মদ আজহারউদ্দিন ৩২২ বলে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে।


৮) রোহিত ও যশস্বী মিলে ভেঙেছেন ৪৪ বছরের রেকর্ড! সুনীল গাভাসকর ও চেতন চৌহান প্রথম উইকেটে ২১৩ রানের পার্টনারশিপ করেছিলেন। যশস্বী-রোহিত করলেন ২২৯। এশিয়ার বাইরে টেস্টে এটাই প্রথম উইকেটে সর্বোচ্চ রানের যুগলবন্দি।


আরও পড়ুন: ICC Announces Equal Prize Money: বৈষম্য মুছে লক্ষ্মীবারে লেখা হল ইতিহাস, নারী-পুরুষের পুরস্কারমূল্য এবার এক!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)